Homeবিগ ব্রেকিংBurdwan News: বর্ধমান মেডিক্যাল কলেজে একদিনে ১৮টি যমজ শিশুর জন্ম, রেকর্ড

Burdwan News: বর্ধমান মেডিক্যাল কলেজে একদিনে ১৮টি যমজ শিশুর জন্ম, রেকর্ড

হাসপাতালের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা

বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। একদিনে ১৮টি যমজ শিশুর জন্ম হয়েছে, যা হাসপাতালের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।

গত ২৪ ঘণ্টায় এই সমস্ত শিশু জন্মগ্রহণ করেছে। চিকিৎসকদের মতে, সাধারণত ৮০ জনের মধ্যে একজনের ক্ষেত্রে যমজ সন্তান জন্মায়। কিন্তু একদিনে এতগুলি যমজ শিশুর জন্ম হওয়া বিরল ঘটনা।

[আরও পড়ুন]: মেয়েদের চুল ওঠার কারণ এবং প্রতিকার: বিস্তারিত আলোচনা

[আরও পড়ুন]: ৫০ টাকা করে জমা দিয়ে পাবেন ৬.৫ লাখ টাকা। মহিলাদের জন্য LIC – র নতুন জীবন বীমা

হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, ১৮টি যমজ শিশুর মধ্যে ১১টি কন্যা এবং সাতটি পুত্র সন্তান। সব মাতা ও শিশুই সুস্থ আছেন। তবে, চারটি শিশুর ওজন কম থাকায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, এই সমস্ত প্রসবের মধ্যে একটি ছাড়া বাকি সবই সিজারিয়ান পদ্ধতিতে হয়েছে। যমজ সন্তানের প্রসব সবসময়ই ঝুঁকিপূর্ণ হলেও, হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা দক্ষতার সাথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন।

[আরও পড়ুন]: ধূমপান যারা করেন তাদের জন্য সুখবর। দেখে নিন কি বলছে গবেষণা

এই বিরল ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা আনন্দিত। তারা জানিয়েছেন, প্রসবের এই সাফল্যের পিছনে হাসপাতালের সকল কর্মচারীর অক্লান্ত পরিশ্রম রয়েছে।

[আরও পড়ুন]: প্রভিডেন্ট ফান্ডের টাকা কিভাবে চেক করবেন? জানুন

মুখ্য বিষয়:

  • বর্ধমান মেডিক্যাল কলেজে একদিনে ১৮টি যমজ শিশুর জন্ম।
  • হাসপাতালের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।
  • সব মাতা ও শিশুই সুস্থ।
  • চারটি শিশুকে এনআইসিইউতে রাখা হয়েছে।
  • হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা দক্ষতার সাথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন।

এই খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্র – আনন্দবাজার পত্রিকা।

________

এই মুহূর্তে

আরও পড়ুন