Homeহাওড়াকোটি টাকার সোনা উদ্ধার হাওড়া স্টেশন থেকে

কোটি টাকার সোনা উদ্ধার হাওড়া স্টেশন থেকে

সন্দেহভাজনকে ৯ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখেন।

তারকেশ্বর TV: হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আরপিএফের সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। আরপিএফ এবং জিআরপি একটি যৌথ অভিযান চালায়, লোকটিকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভিতরে দু’কেজি সোনা দেখে চমকে যান নিরাপত্তারক্ষীরা!

কয়েকদিন আগে আরপিএফ একটি কালো ব্যাগ নিয়ে এক সন্দেহভাজনকে ৯ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ার ফলে ব্যাগটি তল্লাশি করা হয়েছিল। ব্যাগে হাতড়ে চোখ কপালে আরপিএফের। দেখা যায় বিপুল পরিমাণে সোনার গয়না ঠাসা রয়েছে ব্যাগে। কিন্তু নেই গয়নার কোনও বৈধ কাগজপত্র। গয়নায় ভরা ব্যাগটির ওজন ২ কেজি ৬৮০ গ্রাম, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।

তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং পরে হাওড়া জিআরপিতে স্থানান্তরিত করা হয়। হাওড়া জেলার জয়পুরের বাসিন্দা বিভাস আদক নামে বছর ৪২-এর ওই ব্যক্তি কীভাবে এত বিপুল পরিমাণ সোনার গয়না সংগ্রহ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্ল্যাটফর্মে এত সোনার গয়না বাজেয়াপ্ত হওয়ার ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে।

________

Latest news

Related news