HomeদেশIran: অবশেষে মুক্তি পেলেন ৫ ভারতীয় নাবিক। ইরান থেকে দেশে ফিরছেন তারা

Iran: অবশেষে মুক্তি পেলেন ৫ ভারতীয় নাবিক। ইরান থেকে দেশে ফিরছেন তারা

তারকেশ্বর TV: ইরানে বন্দি থাকার এক মাস পর অবশেষে মুক্তি পেলেন ৫ ভারতীয় নাবিক। জানা গিয়েছে, বৃহস্পতিবারই ইরান থেকে ভারতে ফিরেছেন তাঁরা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতের পর ১৭ জন ভারতীয় নাবিককে আটক করেছিল তেহরান। ওয়াকিভাল মহলের মতে, নাবিকদের উদ্ধার ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য।

গত বছরের এপ্রিলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ জমেছিল। এই পরিস্থিতির মধ্যেই গত ১৩ এপ্রিল  হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইজরায়েলি (Israel) জাহাজকে আটক করে ইরানের বিশেষ বাহিনী ‘রেভোলি‌উশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’। ওই জাহাজের ২৫ জন নাবিকের মধ্যে ১৭ জনই ভারতীয়। তাঁরা ইরানের বিশেষ বাহিনীর হাতে ‘বন্দি’ হন। তবে ভারতীয় নাবিকদের আটকে পড়ার খবর পেয়েই তাঁদের উদ্ধার করতে সচেষ্ট হয় ভারতীয় (Indian) বিদেশমন্ত্রক। গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।

আটকের পাঁচ দিনের মধ্যে অ্যান টেসা জোসেফ নামে এক মহিলা নাবিককে মুক্তি দেয় ইরান। দেশে ফেরার পর টেসা জানান, আটক করা হলেও কোনও ভারতীয় নাবিকের কোনও অসুবিধার সম্মুখীন হতে হয়নি। তখন জানা গিয়েছিল, আটক ১৬ নাবিককেও শিগগিরই ছেড়ে দেওয়া হবে। নাবিকদের জন্য কনস্যুলার অ্যাকসেস ব্যবস্থা করা হয়েছিল। প্রায় এক মাস পর বৃহস্পতিবার পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র  রণধীর জয়সওয়াল জানান, বৃহস্পতিবার বিকেলে ইরান প্রশাসন পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে। এরই মধ্যে তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখার জন্য তিনি ইরান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ভারত ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যে কারণে ইরান প্রশাসন ভারতীয় নাবিকদের সহায়তা দিয়েছে। ভারত এটিকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে।

________

Latest news

Related news