Homeবিনোদনএকের পর এক নক্ষত্রপতন বিনোদন জগতে

একের পর এক নক্ষত্রপতন বিনোদন জগতে

যোগ্য হয়েও কখনও তিনি অর্থে প্রাপ্য সম্মান পাননি

তারকেশ্বর TV: বছরের শুরুতেই ছেড়ে চলে যাচ্ছেন একের পর এক প্রিয়জন। নক্ষত্রপতন বিনোদন জগতে। প্রয়াত হলেন বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার।উনার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে। কলকাতায় টালিগঞ্জের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী। বয়স হয়েছিল ৬৫ বছর। স্বামী ও ছেলের সঙ্গে টালিগঞ্জেই থাকতেন অভিনেত্রী।

মাত্র ১৬ বছর বয়সে স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের হাত ধরেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা অভিনেত্রীর। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত ‘পরশুরাম’ ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেত্রী। এছাড়াও ‘একদিন ‘, ‘অকালের সন্ধানে ‘, ‘খারিজ ‘, ‘চোখের মতো ‘ ছবিতে অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি।

প্রতিবাদ ছবিতেও অভিনয় করেছেন তিনি। সেই ছবিতে তিনি নায়কের অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জী-র দিদির ভূমিকায় অভিনয় করেছেন।

প্রসেনজিৎ চ্যাটার্জীর ফেসবুক ফ্যান পেইজ (Megastar Prosenjit Chatterjee) থেকে সেই ছবির গানের একটি দৃশ্য দিয়ে স্মৃতিচারণ করে লিখেছেন – “যোগ্য হয়েও কখনও তিনি অর্থে প্রাপ্য সম্মান পাননি। মাত্র ষোলো বছর বয়েসে তরুণ মজুমদারের সিনেমা দিয়ে তাঁর যাত্রা শুরু। তারপর তরুণ মজুমদারের বহু সিনেমায় তিনি কাজ করেছেন। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পার্টিলের সঙ্গে কাজ করেছেন শ্রীলা মজুমদার। ২০০৩ সালে তিনি ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের জন্য বাংলায় ডাবিংও করেছিলেন তিনি। হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রতিবাদ ছবিতেও তিনি অভিনয় করেছেন। তাঁর শেষ সিনেমা কৌশিক গাঙ্গুলির “পালান”! বিগত তিন বছর ৩ মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি।”

________

এই মুহূর্তে

আরও পড়ুন