এটি একটি মেট্রো স্টেশনের চলমান সিঁড়ি। আপনি অন্য কোথাও কি এই রকম হলুদ দাগ দেখেছেন সিঁড়ির মাঝে? তবে মেট্রোরেলের স্টেশনে কেন? কারণ, এই দাগ দিয়ে বোঝানো হয়েছে যারা চলমান সিঁড়িতে দাড়িয়ে যাবে তারা বামপাশে দাঁড়ান, আর ডান পাশে অন্য মানুষকে দ্রুত চলাচল করতে দিন। আমাদের এই অভ্যাসটা এখন থেকেই করলে ভবিষ্যতে সবার উপকার হবে।
যখন আমরা সিঁড়িতে দাঁড়াতে চাই, তখন আমরা সিঁড়ির বাঁ দিকে দাড়িয়ে ডান দিকটা খালি রাখি। যারা তাড়াহুড়ো আছে তারা হেঁটে বা দৌড়িয়ে যেতে পারে। স্পিকারেও এই বিষয়ে জানিয়ে দেয়।
________