তারকেশ্বর TV: গত ২৫ জানুয়ারি মুক্তি প্রাপ্ত ‘ফাইটার’ ছবিতে অভিনয় করেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। এই যুগান্তকারী ছবিতে হৃতিক রোশন একজন বায়ুসেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই সিনেমাটি মাধ্যমে প্রথমবারের মতো ভারতে ‘রিয়াল অ্যাকশন’ চালু হল। এই ছবির জন্য গত দু’বছর ধরে হাড়ভাঙা খাটুনি করেছেন তিনি। তিনি তার ডায়েটের উপরও কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন।
Consulate generals of UK, Israel, Germany, Mexico, South Africa came to met @iHrithik on the Sets of #FighterMovie at #YashRajStudio Andheri Mumbai. 🇮🇳
GLOBAL ICON HRITHIK ROSHAN ❤️ #HrithikRoshan #Hrithik #India #Megastar pic.twitter.com/upbNd99pAu— Fighter Movie (@fighter_movie) May 14, 2023
ছবি মুক্তির পর থেকে ক্যামেরায় সেভাবে দেখা যায়নি অভিনেতাকে। তবে সম্প্রতি বুধবার নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে ক্রাচের সাহায্যে হাঁটতে দেখা যায় তাঁকে। সেখানেই প্রশ্ন। তিনি কি বড় বিপদে পড়লেন?
এলোমেলো চুল ও দাড়িওয়ালা হৃতিক হাফ প্যান্ট পরে ক্রাচ ব্যবহার করছেন। সম্প্রতি তার পেশিতে টান পড়েছে এবং সামান্য চোট পেয়েছে, যার ফলে তার চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।
তবে তারকা বলেই ক্রাচ ব্যবহার করবেন না, তেমনটা নয়। বরং সুস্থ হয়ে উঠতেই ক্রাচের অবলম্বন গ্রহন করছেন। হৃতিক তাঁর এই কঠিন সময়ে জানান, পুরুষেরা অনেক সময় শক্ত দেখাতে গিয়ে নিজের স্বাস্থ্যের কথা ভাবেন না। উদাহরণ হিসেবে নিজের দাদু ও বাবার কথাও উল্লেখ করেন। শারীরিক কষ্ট রয়েছে। তবু হুইলচেয়ারে বসবেন না। কারণ, তাতে তাঁর দুর্বলতা ফুটে উঠবে। আমার বাবাকেও দেখেছি, এক রকম জেদ করতে। তবে, আসলে শক্তি সেটাই, যেটা তোমাকে সহজ হতে শেখায় অন্য কোনও দুশ্চিন্তা ছাড়া। সারা ক্ষণ পুরুষ মানেই কঠিন— এই ছবির বিপরীতে গিয়ে ভাবলে নিজেদের কষ্টই লাঘব হয়।
________