তারকেশ্বর TV: অবশেষে নতুন গাড়ি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে নিসান (Nissan)। গাঢ় রঙের পূর্ণ আকারের এসইউভি নিসান এক্স-ট্রেইল (SUV Nissan X-Trail) উন্মোচন করলো কোম্পানি। এটি চতুর্থ প্রজন্মের গাড়ি, যা দেশের বাজারে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে জাপানি সংস্থাটি। এখন থেকে দেশের বাজারে কমপ্যাক্ট হ্যাচব্যাক ম্যাগনাইটের পাশে আরেকটি গাড়ি দেখতে পাবেন। এই গাড়িটি কিংবদন্তি টয়োটা ফরচুনার (Toyota Fortuner) এবং স্টাইলিশ এসইউভি (SUV) এমজি গ্লোস্টারের (MG Gloster) প্রধান প্রতিদ্বন্দ্বী হবে।
সলিড হোয়াইট, ডায়মন্ড ব্ল্যাক এবং শ্যাম্পেন সিলভার- এই তিনটি রঙে ভারতে বিক্রি হবে এই নিসান (Nissan) গাড়ি। সংস্থার দাবি, খুব সাবধানে বেছে নেওয়া হয়েছে এই রংগুলি। লুকের পাশাপাশি গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশন এবং ফিচারের দিকেও সমান নজর দিয়েছে সংস্থা। চলুন দেখে নেওয়া যাক গাড়িটির খুঁটিনাটি।
[আরও পড়ুন]: বাজেটে সস্তা হল কোন কোন জিনিস? দেখুন
[আরও পড়ুন]: খরচ কমাতে, ভাবছেন BSNL-নেবেন? নিজেই করে ফেলুন এই কাজ
[আরও পড়ুন]: ড্রাইভিং লাইসেন্সের জন্য আর আরটিওতে গিয়ে লাইন দিতে হবে না
Nissan X-Trail – এর কেমন ইঞ্জিন?
আপনি গাড়িতে একটি 1.5-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন পাবেন, যা সর্বাধিক 162 অশ্বশক্তি এবং 300 এনএম টর্ক উত্পাদন করতে পারে। এটি একটি সিভিটি ট্রান্সমিশন এবং একটি 12-ভোল্টের হালকা-হাইব্রিড সিস্টেমের সাথেও আসবে। এটি একটি 7-সিটার গাড়ি হবে। এতে থাকবে ২১০ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ২০ ইঞ্চি চাকা।
[আরও পড়ুন]: রেলের নতুন নিয়ম। এবার এই কাজ করলেই হবে হাজতবাস
অন্যান্য ফিচার
গাড়িটিতে একাধিক ফিচার ও স্পেসিফিকেশন যুক্ত করেছে নিসান (Nissan)। ভারতে যে গাড়ির ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে সেখানেও এই সমস্ত ফিচার থাকবে। গাড়িতে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, কিলেস এন্ট্রি, পুশ বাটন স্টার্ট/স্টপ ইঞ্জিন, ক্রুজ কন্ট্রোল এবং মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল পাবেন। এ ছাড়া কেবিনে আরও অনেক সুবিধা থাকবে বলে ঘোষণা দিয়েছে নিসান (Nissan)।
[আরও পড়ুন]: মারণ অভ্যাস ধূমপান। ছাড়ুন এই ৫ টি ঘরোয়া উপায়ে
সেফটি ফিচার Nissan X-Trail এর
নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছে সংস্থাটি। গাড়িটিতে অটোমেটিক ওয়াইপার, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, ফ্রন্ট এবং রিয়ার পার্কিং সেন্সর, 360 ডিগ্রি ক্যামেরা, 7টি এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি ফিচার থাকবে।
Nissan X-Trail দাম কেমন হতে পারে?
যেহেতু এটি একটি 7-সিটার এসইউভি হতে চলেছে, তাই দামটি বেশ প্রিমিয়াম হবে বলে আশা করা হচ্ছে। এই গাড়িটি সিবিইউ (CBU) ইউনিট হিসাবে চালু করা হবে, যার অর্থ সম্পূর্ণ বিল্ট ইউনিট (Complete Build Unit)। গাড়িটি 100 শতাংশ বাইরে তৈরি করে ভারতে বিক্রি করা হবে। গাড়িটির দাম শুরু হতে পারে 40 লাখ টাকা থেকে। দেশে এই চার চাকার গাড়ি টয়োটা ফরচুনার ও এমজি গ্লোস্টারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
________