তারকেশ্বর TV: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে সর্বত্র। স্বাধীনতা দিবসের ঠিক আগ মুহূর্তে নারীদের ‘রাত দখল’ অভিযান চলছে। এমনকি টলিউড তারকারাও এই ক্ষোভে সামিল হচ্ছেন। অভিনেতা আবির চট্টোপাধ্যায় সাধারণ মানুষের শক্তিকে তুলে ধরতে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আবির তার বার্তায় উল্লেখ করেন, “কোনো শব্দই নির্যাতিতার পরিবারকে সত্যিকার অর্থে সান্ত্বনা দিতে পারে না। যা ঘটেছে এবং যা ঘটেছে তা ভয়ঙ্কর এবং একেবারেই অগ্রহণযোগ্য। এই মুহূর্তে প্রতিবাদে গর্জে ওঠা জরুরি সাধারণ মানুষের। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ন্যায়বিচার চাই”।
[আরও পড়ুন]: সঠিক দিকে আয়না রেখেছেন তো? কোন দিকে রাখবেন না, জানেন?
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় টলিউড সম্প্রদায় প্রতিবাদে একত্রিত হয়েছে। অপর্ণা সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেনের মতো তারকারা রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন। প্রতিবাদের অংশ হিসেবে দেবের ‘খাদান’ ছবির মুক্তি এবং নন্দিতা ও শিবপ্রসাদের ‘বহুরূপী’র টিজারের মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মন্তব্য করতে গিয়ে কলকাতার বাসিন্দা হিসেবে লজ্জা প্রকাশ করার পাশাপাশি তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অপর্ণা সেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, ইমন চক্রবর্তী, সোহিনী সেনগুপ্তের মতো আরও অনেকে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।
________