তারকেশ্বর TV: সময়টা ছিল শীতকালের রাত। ২৩ বছর বয়সী প্যারামেডিক্যাল ছাত্রী তার বন্ধুর সাথে বাসে উঠেছিল। এ সময় বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ ছয়জন ছিলেন। তরুণী ও তার বন্ধু কোনো বিপদের আশঙ্কা অনুভব করেননি। তিনি জানতেন না যে এটিই তার শেষ বাস যাত্রা হবে। বাসের ভেতরে ভয়াবহ হামলা ও গণধর্ষণের ঘটনা ঘটে, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ দিল্লির মুনির্কার নৃশংস ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল।
বিক্ষোভে ফেটে পড়ে এবং জনগণ অপরাধীদের বিচারের দাবিতে একত্রিত হয়। প্রায় আট বছর পর চার আসামিকে ফাঁসির সাজা দেয়া হয়। এক অভিযুক্ত জেলে আত্মহত্যা করে, অন্যজন নাবালক হওয়ায় জুভেনাইল জাস্টিস বোর্ড তাকে তিন বছরের জন্য সংশোধনাগারে পাঠায়। নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের প্রায় ১২ বছর পর কলকাতায় আরজি করে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটল। নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবি উঠেছে। এখন অপেক্ষা বিচার ব্যাবস্থা কত তাড়াতাড়ি সাজা শোনাতে পারে। এদিকে দিকে দিকে জাস্টিস চেয়ে চলছে আন্দোলন।
________