তারকেশ্বর TV: হুগলিতে বাড়িতে একা থাকা অবস্থায় এক নাবালক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। উত্তরপাড়া থানায় ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এরই মধ্যে গৃহশিক্ষককে কান ধরে ওঠবোস করতে বাধ্য করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছাত্রীর পরিবারের দাবি, তিনি যখন একা ছিলেন তখন গৃহশিক্ষক তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। এরপরই গৃহশিক্ষককে প্রকাশ্যে অপমান করা হয়। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে।
[আরও পড়ুন]: সামান্য গোলক যখন বড় বিল্ডিং কে রক্ষা করে
[আরও পড়ুন]: 5G Smartphone: আপনার 4G ফোনেও কি কাজ করবে 5G সিম?
উত্তরপাড়া থানা এলাকার বিবি স্ট্রিটের ওই ব্যক্তি প্রাইভেট টিউটর হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি জীবন বিজ্ঞান পড়ান। যে ছাত্রী অভিযোগ দায়ের করেছে সে কিছুদিন ধরে তার বাড়িতে পড়ার জন্য যাচ্ছিল। জানা গেছে, প্রতিদিন শতাধিক শিক্ষার্থী তার বাড়িতে আসে।
দিন তিনেক আগে বিকেল চারটে নাগাদ হাওড়ার বালির এক ছাত্রীকে তাঁর বাবা তাঁর শিক্ষকের বাড়িতে পৌঁছে দিয়ে যান। অন্য শিক্ষার্থীরা না আসায় সে ওই সময় শিক্ষকের ঘরে একাই ছিল। এরপরই ওই শিক্ষক তাঁকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বিষয়টি ওই ছাত্রী বাড়িতে ফিরে তার পরিবারকে জানায়।
[আরও পড়ুন]: ভুলে যান রোজ ফোন চার্জিং, ৫০ বছর চলবে এই ব্য়াটারি!
[আরও পড়ুন]: কেন্নোর উপদ্রবে নাজেহাল? এই তেলের যাদুতে কেন্নো হবে গায়েব
গত শনিবার ছাত্রীর মা ওই শিক্ষকের বাড়িতে গিয়েছিলেন। এ সময় আরও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। অভিযোগ, ওই শিক্ষককে ঘরের ভিতরে কান ধরে ওঠবোস করতে বলা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
উত্তরপাড়ার পুলিশ একটি ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করছে। এরপরই নির্যাতিতার বাড়িতে যান তাঁরা। সোমবার ছাত্রীর মা উত্তরপাড়া থানায় গৃহশিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। তবে অভিযুক্ত ব্যক্তি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি, বলেছেন যে তাঁর আইনজীবী তাঁর পক্ষে কথা বলবেন।
________