তারকেশ্বর TV: তিলোত্তমার ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের পর সামনে এসেছে কলকাতা পুলিশের এক এএসআইয়ের নাম। তাঁর নাম অনুপ দত্ত, তিনি থাকেন –
[আরও পড়ুন]: এই নিয়মে চার্জ দিলে ফোনের ব্যাটারি চলবে দীর্ঘদিন
[আরও পড়ুন]: এবার ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিও। আসছে সেই ফোন
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামেল এলাকায়। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে সিবিআই। সেখানে পৌঁছে হঠাৎ মিডিয়ার ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যান তিনি। এই ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এলাকার ওই সহায়ক যুবককে সিবিআইয়ের তরফে ডেকে আনা হতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না স্থানীয় বাসিন্দা ও তাঁর পরিবার।
অনুপ দত্ত তার বৃদ্ধ বাবা, মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকেন। যখনই ছুটি পেতেন তখনই বাড়ি ফিরতেন। তাঁর স্ত্রী সন্ধ্যা দত্ত স্বাস্থ্যসেবায় কাজ করেন। অনুপ দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত। গতকাল স্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর।
সন্ধ্যা বলেন, “গতকাল আমাদের কথা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না থাকলেও এ বিষয়ে তিনি কিছু বলেননি”। তিনি আরও বলেন, “আমার স্বামী কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকতে পারে না।
[আরও পড়ুন]: আপনার নামে ভুয়ো প্রোফাইল? কিভাবে এড়াবেন জালিয়াতি?
স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন। তবে শুনেছি তাকে বিভাগীয় তদন্তের জন্য ডাকা হয়েছে। এটা আমাকে কষ্ট দেয় যে মানুষ এভাবে গুজব ছড়াচ্ছে। আমরা মধ্যবিত্ত পরিবার। মিডিয়া আর পুলিশ দেখলেই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। ওরা নিজেদের এইভাবে তৈরি করেছে কেন যে ভয় লাগবে কেন? রঙ চড়িয়ে কেন কথা বলা হচ্ছে যে ওঁর প্যানিক অ্যাটাক হচ্ছে। ওঁর ক্ষতি হলে তো আমারও ক্ষতি হত।”
________