তারকেশ্বর TV: বাঙালির অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য পুরী। সারা বছরই বাংলার হাজার হাজার পর্যটক পুরীতে বেড়াতে আসেন। উৎসব এবং অন্যান্য ছুটির দিনে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় আসন্ন ছুটির মরশুমে কলকাতা থেকে পুরীতে বিশেষ ট্রেন চালু করেছে রেল।
কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য রেলের তরফে একটি বিশেষ ট্রেন ঘোষণা করা হয়েছে, যা মহালয়ার পরের দিন থেকে ৩ অক্টোবর যাত্রা শুরু করবে। অক্টোবর ও নভেম্বর মাস চলবে এই ট্রেন। রেলওয়ের বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ সেবা চলবে।
[আরও পড়ুন]: RG Kar: ‘যৌন বিকৃতি’ এবং ‘পশুর মতো’ প্রবণতা? আর কি জানতে পেরেছে সিবিআই?
[আরও পড়ুন]: Facebook Hacked: আপনার নামে ভুয়ো প্রোফাইল? কিভাবে এড়াবেন জালিয়াতি?
দুর্গাপুজোর ছুটিতে পুরীতে যাতায়াতের প্রবণতা বরাবরই প্রবল। ফলে উৎসবের মরশুমে পুরীর ট্রেনের টিকিট বুকিংয়ের হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে। অনেক পর্যটক টিকিট সংগ্রহ করতে পারছেন না, যার ফলে তারা তাদের পরিকল্পনা বাতিল করছেন বা বিকল্প গন্তব্যের কথা ভাবছেন। এই পরিস্থিতিতে এই যাত্রীদের সুবিধার্থে পুরীতে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল।
[আরও পড়ুন]: RG Kar: সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সঞ্জয় সেমিনার হলে ঢুকছে
কলকাতা স্টেশন থেকে পুরী পর্যন্ত রেলের ঘোষিত বিশেষ ট্রেনের নম্বর ০৩১০১। এটি প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে পুরী পৌঁছাবে। বিপরীতে, ট্রেন ০৩১০২ প্রতি শুক্রবার বিকেল ৩:০০ টেয় পুরী থেকে ছেড়ে কলকাতা পৌঁছবে রাত ২:০০ টায়।
[আরও পড়ুন]: Truecaller: নতুন এই বৈশিষ্ট্য আপনাকে ভাবাবেই। জানেন কি সেটা?
কলকাতা ও পুরীর মধ্যে চলাচলকারী বিশেষ ট্রেনটি দুটি টার্মিনাল স্টেশন ছাড়াও আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। এতে এসব এলাকার বাসিন্দারা ব্যাপকভাবে উপকৃত হবেন। রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে যাত্রীরা স্টেশনের টিকিট কাউন্টার এবং অনলাইন উভয় ক্ষেত্রেই এই দুটি বিশেষ ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
________