তারকেশ্বর TV: ট্রেনের কামরার নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে, হুগলির কামারকুণ্ডু স্টেশনে আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, ট্রেনটি হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার পথে কামারকুণ্ডু স্টেশনে থামার সময় ট্রেনের একটি বগির নীচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
[আরও পড়ুন]: RG Kar: আরজি কার কাণ্ডে সঞ্জয়ের গ্রেফতারি মনে করাচ্ছে ২০০৪ এর ধনঞ্জয়কে
[আরও পড়ুন]: Banana: কলা পচন ধরে খুব তাড়াতাড়ি।দীর্ঘদিন সতেজ রাখতে কি করবেন জেনে নিন।
যান্ত্রিক ত্রুটি মেটাতে ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। ট্রেনটি প্রায় আধ ঘণ্টা কামারকুণ্ডু স্টেশনে দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। পরে বেলা ১১টা নাগাদ তা তারকেশ্বরে পৌঁছায়। রেল সূত্রে খবর, ব্রেক কষার স্ফুলিঙ্গ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। রক্ষণাবেক্ষণ কর্মীরা দ্রুত সমস্যার সমাধান করেন। ট্রেনটি তারকেশ্বরের দিকে যাত্রা শুরু করার আগে প্রায় ২০ মিনিট সময় লাগে মেরামত করতে।
[আরও পড়ুন]: Ram Mandir Watch: বিশ্বের সবচেয়ে দামি ঘড়িতে অযোদ্ধা রামমন্দির
সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন স্থানে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ফলে এদিন ধোঁয়া দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাত্র কয়েকদিন আগে অভিশপ্ত রাঙাপানি এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়। রেলের সামগ্রী পরিবহণের কাজে ব্যবহৃত ‘মহাবলী’ নামে একটি ট্রেনও লাইনচ্যুত হয়। বারবার এই ঘটনা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
________