Homeবিগ ব্রেকিংPurba Bardhaman: "কুবীর মানা অপেক্ষা কর। তোর সাথেও খেলা হবে"। প্রতিবাদে নামলেই...

Purba Bardhaman: “কুবীর মানা অপেক্ষা কর। তোর সাথেও খেলা হবে”। প্রতিবাদে নামলেই হুমকি?

গুসকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন

পূর্ব বর্ধমান: আরজিআইয়ের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরায়। বিক্ষোভের পুরোভাগে থাকা সুবীর রানার দাবি, গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। সুবীর রানা গুসকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

[আরও পড়ুন]: অর্জুন রামপালের সোশাল অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে বললেন অভিনেতা নিজেই

তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক প্রতিবাদের ঝড় উঠেছে। সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছে। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল সর্বত্র ন্যায়বিচারের জন্য হাহাকার প্রতিধ্বনিত হচ্ছে।

[আরও পড়ুন]: প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে ঐশ্বরিয়া রাই। চুরমার হয়ে গিয়েছিল স্বপ্ন

সম্প্রতি গুসকারা শহরের শত শত স্থানীয় নাগরিক দোষীদের ন্যায়বিচার এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাস্তায় নেমে আসে। নাগরিক সমাজের সংগঠনগুলো এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা স্কুলের মোড়ে জড়ো হয়ে একসঙ্গে মিছিল করে। অংশগ্রহণকারীদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং গৃহকর্মীরা সকলেই পদযাত্রায় যোগ দিয়েছিলেন। তারা মশাল নিয়ে ন্যায়বিচারের জন্য স্লোগান দেয়। বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়ক জুড়ে বিক্ষোভ চলে।

[আরও পড়ুন]:  সিঙ্গুরে ডাকাতির ছক। কর্মীদের উপস্থিত বুদ্ধিতে পুলিশের জালে এক

এই বিক্ষোভের কার্যত নেতৃত্ব দেন গুস্কারা শহরের সুপরিচিত ব্যক্তিত্ব সুবীর রানা। তিনি একজন ব্যবসায়ী, পাশাপাশি একজন সমাজকর্মী এবং থিয়েটার শিল্পী। সুবীর রানার দাবি, ধ্রুজ্যোতি ভট্টাচার্যের নামে একটি প্রোফাইল থেকে ফেসবুকে হুমকি পেয়েছেন তিনি।

[আরও পড়ুন]: RG Kar: ‘যৌন বিকৃতি’ এবং ‘পশুর মতো’ প্রবণতা?

লেখা হয়, ‘আউশগ্রামের শান্তি নষ্টকারী কুবীর মানা, ৩৪ বছরের নারী নির্যাতন তোর কি অজানা? অপেক্ষা কর, তোর সঙ্গেও খেলা হবে।’ এই লেখা তাঁকে উদ্দেশ্য করেই এবং ‘নামটাও ঘুরিয়ে লেখা হয়েছে’, দাবি সুবীর রানার।

________

এই মুহূর্তে

আরও পড়ুন