Homeবিগ ব্রেকিংJuan Izquierdo: বয়স মাত্র ২৭। ফুটবলের প্রতি ভালবাসাই কাড়ল জীবন

Juan Izquierdo: বয়স মাত্র ২৭। ফুটবলের প্রতি ভালবাসাই কাড়ল জীবন

রাউন্ড অব সিক্সটিন চলাকালে ইনজুরিতে পড়েন তিনি

তারকেশ্বর TV: শোকে মুহ্যমান ফুটবল বিশ্ব। হাসপাতালে মারা গেছেন উরুগুইয়ান ফুটবলার হুয়ান ইজকুয়ের্দো। গত ২২ আগস্ট কোপা লিবার্তাদোরেসে ন্যাসিওনালের হয়ে রাউন্ড অব সিক্সটিন চলাকালে ইনজুরিতে পড়েন তিনি।

[আরও পড়ুন]: অর্জুন রামপালের সোশাল অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে বললেন অভিনেতা নিজেই

সাও পাওলোর বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে ইজকুয়ের্দো জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জানা যায় যে তার হার্টের সমস্যা রয়েছে। এই কারণেই তিনি খেলা চলাকালীন অজ্ঞান হয়ে পড়েছিলেন। দুর্ভাগ্যবশত, গতকাল ২৭ আগস্ট জানা গেছে যে ইজকুয়ের্দো মারা গেছেন।

[আরও পড়ুন]: প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে ঐশ্বরিয়া রাই। চুরমার হয়ে গিয়েছিল স্বপ্ন

ব্রাজিলের সাও পাওলোতে ম্যাচ চলাকালীন ৮৪ মিনিটে ইজকুয়ের্দো অজ্ঞান হয়ে পড়ে যান। অজ্ঞান হয়ে গেলেও কারও সঙ্গে সংঘর্ষ হয়নি। মেডিক্যাল স্টাফরা মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের তরফে জানানো হয়, হৃদযন্ত্র ও শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছে তাঁর।

[আরও পড়ুন]: মায়ের ফটোকপি। দর্শকদের মুগ্ধ করলেন বলি-কিড

গত সপ্তাহে ইজকুয়ের্দোকে হাসপাতালে ভর্তি করার পর উরুগুয়ে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করে। এদিকে, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করে ঘোষণা করেছে যে, আসন্ন ম্যাচগুলির আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন