শিয়ালদা: ভারতীয় রেল এবং তার পরিষেবাগুলি ভারতীয় নাগরিকদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাদের ভ্রমণের প্রয়োজনে ট্রেন পরিষেবার উপর নির্ভর করে। যাত্রীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি রেলওয়ে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্বও অর্জন করে। যেমন, অগস্টের প্রথম ২০ দিনে শিয়ালদহ স্টেশন থেকে ১ কোটি টাকার বেশি আয় হয়েছে।
[আরও পড়ুন]: এবার মারুতি অল্টো ১০০ কেজি ওজন কমিয়ে আসছে বাজারে
[আরও পড়ুন]: আবার নবান্ন অভিযান? এবার সিঙ্গুর থেকে। কেন?
রেলের পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ২০ অগস্ট পর্যন্ত শিয়ালদা স্টেশন থেকে আয় হয়েছে ১ কোটি ৩ লক্ষ টাকা। মজার ব্যাপার হলো, এই আয় আসে মূলত যাত্রীদের ছোটখাটো ভুল থেকে। যদিও এটি কেবল একটি সাধারণ ভুল নয়। অনেকের কাছেই এই উল্লেখযোগ্য উপার্জনের পেছনের কারণগুলো একটু অভ্যেসে পরিণত হয়েছে।
মূলত বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে রেলওয়ে বিপুল পরিমাণ টাকা আয় করে। ১ থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রায় ৪০ হাজার যাত্রী শুধু টিকিট না থাকায় ধরা পড়েন। কাউন্টার ও অনলাইনে টিকিট বুকিং থাকলেও এখনো বিপুলসংখ্যক মানুষ বিনা টিকিটে যাতায়াত করেন। রেলওয়ে কর্তৃপক্ষ সক্রিয়ভাবে এই যাত্রীদের জরিমানা করে।
[আরও পড়ুন]: জাদুঘরে ঘুরতে গিয়ে ৩৫০০ বছরের পুরোনো জার ভেঙে ফেলল। তারপর যা হল
পূর্ব রেলের তথ্য অনুযায়ী, অগস্টের প্রথম ২০ দিনে শুধু শিয়ালদহ স্টেশনেই ২ হাজারের বেশি যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়ে। বিনা টিকিটে ধরা পড়লে প্রত্যেককে ন্যূনতম ২৫০ টাকা করে জরিমানা করা হয়। স্বাভাবিকভাবেই, এর ফলে এই জরিমানা থেকে রেলের পক্ষে উল্লেখযোগ্য লাভ হয়।
[আরও পড়ুন]: এই লাল হীরা (Red Diamond) চাষ করে চাষিরা হয়ে যাছে লাখ লাখ টাকার মালিক
কয়েক মাস আগে পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছিল, যাঁরা টিকিট ছাড়া যাতায়াত করবেন, তাঁদের সতর্ক থাকতে হবে। কেননা রেলের তরফ থেকে আগাগোড়া বিভিন্নভাবে চেকিং চালানো হবে বলে জানানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় রেলওয়ের কর্মকর্তারা দিনের পর দিন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছেন। উল্টো দিকে, টিকিট ছাড়া যাতায়াত করতে গিয়ে ধরা পড়া যাত্রীদের একটি বড় অংশ অভ্যাসবশত এমনটা করছেন বলে জানা গেছে। এসব ক্ষেত্রে অনেক যাত্রীকে মাত্র ১০ টাকা খরচ করে টিকিটের জন্য ২৫০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়।
________