কলকাতা: মেয়ের জন্য ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার জুনিয়র ডাক্তার। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তিলোত্তমার বাবা-মা খবরটা শুনেছেন। কী বলছেন তাঁরা? তারা টিভি নাইন বাংলায় প্রথম তাদের চিন্তাভাবনা শেয়ার করেন।
[আরও পড়ুন]: সঠিক দিকে আয়না রেখেছেন তো? কোন দিকে রাখবেন না, জানেন?
তিলোত্তমার বাবা বলেন, “আমার মেয়ে যে দুর্নীতির শিকার হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা শুরু থেকেই পুরো বিভাগকে জবাবদিহিতার আওতায় রেখেছি। আজ গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। আশা করছি সংশ্লিষ্ট সবাইও ধরা পড়বে। যেদিন এদের সবার ফাঁসি হবে সেদিন আমি শান্তি পাব”। অন্যদিকে তিলোত্তমার মা বলেন, “আমি আমার…
[আরও পড়ুন]: কলা পচন ধরে খুব তাড়াতাড়ি।দীর্ঘদিন সতেজ রাখতে কি করবেন জেনে নিন।
…একমাত্র মেয়েকে হারিয়েছি। আমি তাকে ডাক্তার হওয়ার জন্য বড় করেছি, এবং এখন সে চলে গেছে। এর জন্য আমি পুরো হাসপাতালকে দায়ী করব এবং সন্দীপ ঘোষ সেই তালিকার শীর্ষে রয়েছেন। অন্তত এখন আমি আশা করি, সঠিক ন্যায়বিচারের পাব”।
[আরও পড়ুন]: চরম সংকটে Y(ওয়াই) ক্রোমোজোম! শুধুই জন্মাবে মেয়ে? গবেষণা
তিলোত্তমার মা জুনিয়র ডাক্তারদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সন্দীপের গ্রেফতারিতে পড়ুয়াদের নৈতিক জয় দেখছেন তিনি। তিনি বলেন, “আন্দোলন আরও জোরদার করতে হবে। আমরাও যোগ দেব। আমিও তাদের সমর্থন করার জন্য ৪ তারিখে যাব”।
________