তারকেশ্বর TV: মুর্শিদাবাদের জলঙ্গির কাটাদারা এলাকায় নির্মাণস্থল থেকে এক যুবকের দেহ উদ্ধার হলে আলোড়ন সৃষ্টি হয়। শনিবার রাত ৯টা নাগাদ বাড়ির মালিক ও তাঁর স্ত্রী প্রথম দেহটি দেখতে পান। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের নাম মনিরুল ইসলাম (২১)। ওই যুবকের বাড়ির কাছেই এই ঘটনা ঘটলে প্রশ্ন উঠতে শুরু করে, কী ভাবে তাঁর মৃত্যু হল? এটি হত্যাকাণ্ড নাকি নিছকই দুর্ঘটনা তা নিয়ে বিতর্ক রয়েছে।
[আরও পড়ুন]: বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। গর্ভবতী মহিলারা ওই দিন করুন এই কাজ
জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে মনিরুল টর্চলাইট নিয়ে বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর বাড়ির মালিক ও তার স্ত্রী ঘটনাস্থলে আসেন। দূর থেকে টর্চের আলো দেখে তারা ছুটে যায়। বাড়ির খোলা চেম্বারের ভিতরে মুখ থুবড়ে পড়ে ছিল ওই যুবক। তারা সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে।
[আরও পড়ুন]: খুব তাড়াতাড়ি পৃথিবীতে ২৫ ঘণ্টায় এক দিন হবে। কেন জানলে চমকে যাবেন
খবরটি পুলিশের কাছে পৌঁছায়। মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই ব্যক্তিকে বাঁচাতে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকরা নিশ্চিত করেন, সব শেষ হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে, আশপাশের এলাকায় তদন্ত চলছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কী ভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না। চেম্বারের ভিতরে কী ভাবে এমন ঘটনা ঘটল? সবাই ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন”।
________