অন্ধ্রপ্রদেশ: ভারতের অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। দেবারাপল্লি গ্রামের কাছে কাজু বাদাম বোঝাই একটি ট্রাক উল্টে আট যাত্রী খালে পড়ে যান।
[আরও পড়ুন]: রেললাইনে কখনো পাথর, কখনো সিলিন্ডার, এক সপ্তাহে তিনবার ট্রেন বেলাইন করার চেষ্টা?
পুলিশ জানিয়েছে যে চালক একটি গর্ত এড়াতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি উল্টে যায়। এতে ট্রাকের ছাদ থেকে পড়ে যান যাত্রীরা।
এতে ট্রাকে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান এবং একজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডেপুটি পুলিশ সুপার জি দেব কুমার জানান, নিহতদের মরদেহ কোভুরু সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন]: বাংলাদেশের ডিমের চাহিদা মেটাতে দ্বারস্থ ভারতের।
এর আগে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় একটি বেসরকারি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে তিন শিশু আহত হয়। ৪০ জন পড়ুয়া নিয়ে বাসটি পামুরু মণ্ডলের কৃষি জমিতে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে খবর দিলে তারা বাস থেকে শিশুদের নামিয়ে আনেন। পরে শিশুদেরকে তাদের অভিভাবকেরা উদ্ধার করেন।
________