Homeবিগ ব্রেকিংRules on Police: মদ্যপ অবস্থায় ধরা পড়লে, এবার শাস্তি পুলিশ ও সিভিকদের

Rules on Police: মদ্যপ অবস্থায় ধরা পড়লে, এবার শাস্তি পুলিশ ও সিভিকদের

সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ১৯ জন কর্মীকে

তারকেশ্বর TV: কর্তব্যরত অবস্থায় মদ্যপ অবস্থায় পুলিশ ও সিভিক কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজ্যের এডিজি (ADG) (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা এই নির্দেশিকা ঘোষণা করেন। পুলিশ আধিকারিক, সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, এনভিএফ সদস্য এবং এমনকি পুলিশের গাড়ির চালকরাও যাতে মদ্যপ অবস্থায় তাদের দায়িত্ব পালন করতে না পারে তা নিশ্চিত করার জন্য বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন]: রেশন কার্ড হোল্ডারদের নাম যাচাই শুরু। অযোগ্য হলে বাদ তালিকা থেকে।

একই নির্দেশ প্রযোজ্য হবে রেলওয়ে পুলিশের (GRP) ক্ষেত্রেও। নির্দেশিকায় স্বীকার করা হয়েছে, নেশাগ্রস্ত ডিউটি সংক্রান্ত একাধিক অভিযোগ পুলিশ কর্তৃপক্ষের কাছে এসেছে। সম্প্রতি কর্তব্যরত অবস্থায় অসদাচরণ ও মদ্যপ অবস্থায় থাকা-সহ নানা অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ১৯ জন কর্মীকে।

[আরও পড়ুন]: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৮ তম কিস্তির টাকা এই তারিখে পাবেন।

এই সময়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। মনোজের জারি করা নির্দেশিকা অনুসারে, সম্প্রতি বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে যে পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়ারেরা মদ্যপ অবস্থায় তাদের দায়িত্ব পালন করছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় কোনও কর্মী যাতে ডিউটিতে না থাকে তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি ইউনিটের প্রধানদের।

[আরও পড়ুন]: ১০ হাজার বছরের পুরনো রহস্যময় প্রাচীর – জার্মানির বাল্টিক উপসাগরে

সমস্ত পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং রেল পুলিশের এসপিদের (SP) নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও কর্তব্যরত কর্মীকে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে। নির্দেশনায় এ বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন