Homeবিগ ব্রেকিংFlood in West Bengal: বন্যা দেখতে গিয়ে তলিয়ে গেল ১০ বছরের নাবালক

Flood in West Bengal: বন্যা দেখতে গিয়ে তলিয়ে গেল ১০ বছরের নাবালক

শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে

মেদিনীপুর: ঘাটাল, কেশপুর, আরামবাগ-সহ বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা-কবলিত এলাকার মানুষ তাদের সাধ্যমতো জিনিসপত্র বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে বন্যা দেখতে গিয়ে এক নাবালক জলে ভেসে যায় এবং পরে তার মৃত্যুর খবর জানানো হয়।

Search Special image

[আরও পড়ুন]: বজ্রপাতের সময় ‘স্নান করা’, ‘বাসন মাজা’ মৃত্যুর কারণ হতে পারে

[আরও পড়ুন]: ছেলেদের গার্লফ্রেন্ড থাকা দারুণ সুবিধা। প্রেম ছাড়া আরও অনেক বিষয়

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম শেখ গিয়াসউদ্দিন (১০) আনন্দপুর থানার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার বিকেলে গিয়াস উদ্দিন বন্যা দেখতে বের হয়। স্থানীয় সূত্রে খবর, রাস্তা পার হওয়ার সময় তিন নাবালক জলে ভেসে যায়। তাদের মধ্যে দুজন সাঁতরে নিরাপদে উঠতে পারলেও, শেখ গিয়াসউদ্দিনের সন্ধান পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি শুরু কর গ্রামবাসীরা।

[আরও পড়ুন]: 5G Smartphone: আপনার 4G ফোনেও কি কাজ করবে 5G সিম?

বন্যার জলে নেমে খোঁজা খুঁজি শুরু করেন কয়েকশো গ্রামবাসী। ঘটনাটি আনন্দপুর থানায় জানানো হয়। পুলিশ ও ব্লক প্রশাসনের তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে উদ্ধারকাজ শুরু হয়। বন্যার জল থেকে উদ্ধার হয় নাবালকের দেহ। শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

________

এই মুহূর্তে

আরও পড়ুন