তারকেশ্বর TV: তৈরি হবে শক্তিশালী বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে ২৩ ও ২৪শে সেপ্টেম্বর ২০২৪ সোমবার ও মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পাশাপাশি তীব্র থেকে তীব্রতর প্রবল বজ্রবিদ্যুৎ দেখা যাবে।
বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে ঘনঘন বজ্রবিদ্যুৎ দেখা যাবে এবং প্রাণঘাতী ক্লাউড টু গ্রাউন্ড বজ্রপাতের সতর্কতা জারি। বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ সমগ্র দক্ষিণবঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন]: 3GB ডেটা, কল! তাও মাত্র ৭ টাকায়? পূজার আগে দুর্দান্ত অফার BSNL এর
২৩ সেপ্টেম্বর, সোমবার দক্ষিণবঙ্গে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং ২৪ পরগনা ও বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন]: খুব তাড়াতাড়ি পৃথিবীতে ২৫ ঘণ্টায় এক দিন হবে। কেন জানলে চমকে যাবেন
আগামী ২৫ সেপ্টেম্বর, বুধবার মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর, শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
________