Homeবিগ ব্রেকিংFlood in Malda: মালদহের গঙ্গায় ডুবে গেল নৌকা। নিখোঁজের সংখ্যা নিয়ে অনিশ্চয়তা

Flood in Malda: মালদহের গঙ্গায় ডুবে গেল নৌকা। নিখোঁজের সংখ্যা নিয়ে অনিশ্চয়তা

নৌকায় মহিলা ও শিশুও ছিলেন

উত্তরবঙ্গ: মালদহের ভুতনিতে গতকাল দুপুরে গঙ্গার প্রবল স্রোতে একটি নৌকা যাত্রীসহ ভেসে যায়। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকায় মহিলা ও শিশু সহ ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

[আরও পড়ুন]: ধূমপান যারা করেন তাদের জন্য সুখবর। দেখে নিন কি বলছে গবেষণা

নিখোঁজ যাত্রীদের সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায়নি। স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সাবিত্রী মণ্ডল জানান, কিছু সূত্রের মতে নৌকায় পাঁচজন ছিলেন। আবার কিছু সূত্র বলছে দশজন। হাটবার হওয়ায় নদী পারাপারের ভিড় বেশি ছিল। সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে, এবং এনডিআরএফের একটি দলও রওনা দিয়েছে।

[আরও পড়ুন]: পেঁপের গুন জানলে সব ছেড়ে এটাই খাবেন

ভুতনি অঞ্চলটি চারদিকে গঙ্গা ও ফুলাহার নদী দিয়ে ঘেরা, এবং প্রতি বছর বর্ষার সময় নদীগুলির জলস্তর বৃদ্ধি পায়। পূর্বে, এখানকার বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভুতনি ও মানিকচকের মধ্যে একটি দীর্ঘ সেতু নির্মিত হয়। কিন্তু সাম্প্রতিক বন্যায় সেতুর অ্যাপ্রোচ রোড ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসিন্দাদের পুনরায় নৌকায় যাতায়াত করতে হচ্ছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন