আগরতলা: পশ্চিম ত্রিপুরার খামারবাড়ি এলাকায় এক ৬২ বছরের মহিলাকে গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে মারার অভিযোগে তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিবাদের জেরেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার রাতে চম্পকনগর থানা এলাকার খামারবাড়িতে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই ঘটনা। দেড় বছর আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয় এবং তখন থেকেই তার দুই ছেলের সঙ্গে থাকছিলেন। পুলিশের ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া মহিলার মৃতদেহ গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পায়।
[আরও পড়ুন]: রাত ২টো, তবু চোখে ঘুম নেই! সারাদিন আলসেমি। রইল মুক্তির তিন উপায়
[আরও পড়ুন]: হটাৎ কালো হয়ে যাচ্ছে ঠোঁট। কোন বিপদের ইঙ্গিত?
জিরানিয়া-র উপ-বিভাগীয় পুলিশ অফিসার কমল কৃষ্ণ কলই জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মহিলার পুড়ে যাওয়া দেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে।”
[আরও পড়ুন]: স্টমাক ফ্লু -নামটা বার্ড ফ্লু-র মতই। রেহাই কিভাবে?
মহিলার দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। “পারিবারিক বিবাদই এই ঘটনার কারণ হতে পারে,” যোগ করেন কলই। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
________