জলপাইগুড়ি: বৈকন্ঠপুর জঙ্গলের কাছে গজল ডোবা এলাকায় তিস্তার চরের পাশে দধিয়া গ্রামে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ পাওয়া যায়। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা চাষের জমিতে হাতিটির দেহ পড়ে থাকতে দেখেন। হাতির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো বেশ কয়েকটি ক্ষতচিহ্ন ছিল।
খবর পেয়ে বনকর্মী এবং কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। জানা গেছে, বৈকন্ঠপুর জঙ্গল লাগোয়া তিস্তার বিস্তীর্ণ চর এলাকায় চাষবাস করেন স্থানীয়রা, আর প্রায় প্রতিদিনই সেখানে হাতির যাতায়াত হয়। হাতিরা শুধু জমিতেই ঢুকে পড়ে না, মাঝে মাঝে গ্রামেও ঢুকে যায়। তাই ফসল রক্ষার জন্য অনেক চাষি জমির চারপাশে বিদ্যুৎ সংযোগ করে রাখেন। তদন্ত চলছে, এই মৃত্যু সেরকম কোনো বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় ঘটেছে কি না তা জানার জন্য। তবে বনদফতরের কর্মকর্তারা এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
________