HomeJobONGC Recruitment: কলকাতা জোনে ITI পাশে নিয়োগ, নিয়োগ করবে ONGC

ONGC Recruitment: কলকাতা জোনে ITI পাশে নিয়োগ, নিয়োগ করবে ONGC

আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর, ২০২৪ পর্যন্ত।

তারকেশ্বর TV: ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) সম্প্রতি ২ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন ONGC সেন্টারে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ITI উত্তীর্ণ প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

ONGC-এর বিভিন্ন জোনে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। সারা দেশজুড়ে ONGC-এর মোট ৬টি জোন বা সেক্টর রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারে সেন্ট্রাল সেক্টরের অধীনে নিম্নলিখিত পদগুলিতে নিয়োগ করা হবে:

tarakeswar job special image

  • সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট – ১২টি
  • কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট – ১০টি
  • ফিটার – ২টি
  • মেকানিক ডিজেল – ২টি
  • ফায়ার সেফটি টেকনিশিয়ান (Oil & Gas) – ৬টি

আবেদনের যোগ্যতা:

যে সেক্টরের জন্য আবেদন করছেন, সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ, কলকাতা ওয়ার্ক সেন্টারের শূন্যপদের জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণ করা হবে ২৫ অক্টোবর, ২০২৪ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

কলকাতা ওয়ার্ক সেন্টারে যেসব পদে নিয়োগ করা হবে, তাদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো:

  • সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: যেকোনো শাখায় স্নাতক।
  • কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: COPA ট্রেডে ITI পাশ।
  • ফিটার: ফিটার ট্রেডে ITI পাশ।
  • মেকানিক ডিজেল: ডিজেল মেকানিক ট্রেডে ITI পাশ।
  • ফায়ার সেফটি টেকনিশিয়ান (Oil & Gas): সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।

স্টাইপেন্ড:

এপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে, যা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন পরিমাণে নির্ধারিত থাকবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Apprentice Opportunities’ ট্যাবে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর অনলাইনে আবেদনপত্র পূরণ করা যাবে।

প্রয়োজনীয় লিঙ্ক:

আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ:

অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর, ২০২৪ পর্যন্ত।

________

এই মুহূর্তে

আরও পড়ুন