HomeদেশTata Nano: নরেন্দ্র মোদীর মাত্র একটা SMS। রতন টাটার স্বপ্নের ন্যানো সিঙ্গুর...

Tata Nano: নরেন্দ্র মোদীর মাত্র একটা SMS। রতন টাটার স্বপ্নের ন্যানো সিঙ্গুর থেকে গুজরাটে

"১ টাকার এসএমএস কী পরিবর্তন..." - মোদী

তারকেশ্বর TV: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট শিল্পপতি রতন টাটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। টাটা সন্স-এর এমেরিটাস চেয়ারম্যান রতন টাটা ৯ অক্টোবর, ২০২৪ তারিখে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন। শোকবার্তায় মোদী তার স্মৃতিচারণ করেছেন। পিএম মোদী এই দূরদর্শী নেতার সঙ্গে তাঁর বিভিন্ন সাক্ষাৎ এবং ভারতের শিল্প ও জনহিতৈষী খাতে টাটার অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেছেন।

[আরও পড়ুন]: প্রাণঘাতি কঙ্গো জ্বর হলে কি করবেন, আর কি করবেন না জানুন

মোদী এবং রতন টাটার সম্পর্কের শুরু হয়েছিল সেই সময়ে, যখন গুজরাট সরকারের নেতৃত্বে মোদী টাটা ন্যানো কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। রতন টাটা বিশ্বের সবচেয়ে সস্তার গাড়ি, টাটা ন্যানো তৈরির প্রকল্প হাতে নেন। প্রথমে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের সিঙ্গুরে একটি উৎপাদন ইউনিট স্থাপন করতে চেয়েছিলেন। তবে, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০০৬ সালে তীব্র প্রতিবাদ হয়। সেই প্রতিবাদের ফলে এই প্রকল্পটি আর বাস্তবায়িত হয়নি। সে সময়েই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী রতন টাটাকে গুজরাটে কারখানা স্থাপনের জন্য আমন্ত্রণ জানান।

[আরও পড়ুন]: ডেঙ্গু হলে শরীরে দুর্বলতা আসে, দ্রুত সুস্থ হওয়ার উপায় রইল

টাটা ন্যানো প্রকল্পের গুজরাটে স্থানান্তর উভয়পক্ষের জন্যই তাৎপর্যপূর্ণ ছিল। মোদীর এক ছোট্ট ‘ওয়েলকাম’ এসএমএস রতন টাটার জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়। ২০১০ সালে সানন্দে ২০০০ কোটি টাকা বিনিয়োগে প্রথম টাটা ন্যানো উৎপাদন ইউনিট স্থাপিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মোদী উল্লেখ করেন, “রতন টাটা যখন কলকাতায় ঘোষণা করেছিলেন যে তারা পশ্চিমবঙ্গ ছাড়ছেন। আমি তাকে ‘ওয়েলকাম’ এসএমএস পাঠাই। আপনি দেখতেই পাচ্ছেন, ১ টাকার এসএমএস কী পরিবর্তন আনতে পারে।”

[আরও পড়ুন]: লুচিতে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। লুকিয়ে বাড়ছে বিপদ

রতন টাটাও গুজরাট সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গুজরাট আমাদের প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানকারী হিসেবে সবার মধ্যে এগিয়ে ছিল। মোদী আমাদের বলেছিলেন, ‘এটি শুধু টাটার প্রকল্প নয়, এটি আমাদের প্রকল্প’। আমরা এই সমর্থন ও আত্মবিশ্বাসের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।” ২০২০ সালে, কম বিক্রির কারণে টাটা ন্যানো গাড়ির উৎপাদন বন্ধ করা হয়।

[আরও পড়ুন]: মারণ অভ্যাস ধূমপান। ছাড়ুন এই ৫ টি ঘরোয়া উপায়ে

রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করে মোদী এক্স (পূর্বে টুইটার)-এ লেখেন, “রতন টাটার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে প্রায়ই তার সঙ্গে সাক্ষাৎ হতো, এবং আমরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করতাম। তার দৃষ্টিভঙ্গি সবসময় আমাকে সমৃদ্ধ করেছে। দিল্লিতে আসার পরেও আমাদের এই আলোচনা অব্যাহত ছিল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। এই দুঃখের মুহূর্তে তার পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।”

শোকপ্রকাশ করেছেন আরও অনেক বিশিষ্ট শিল্পপতিও, যার মধ্যে রয়েছেন মুকেশ আম্বানি, গৌতম আদানি, আনন্দ মাহিন্দ্রা, হর্ষ গোয়েঙ্কা, এবং নিরঞ্জন হিরানন্দানি।

________

এই মুহূর্তে

আরও পড়ুন