HomeAllPremer Chora Bali: প্রেমের চোরা-বালি। পর্ব - ১

Premer Chora Bali: প্রেমের চোরা-বালি। পর্ব – ১

"তুই এখানে?" – সৃষ্টি অপ্রস্তুত ভাবে প্রশ্ন করে।

সৃষ্টি ধীর পায়ে পার্কের মধ্যে দিয়ে হাঁটছে, তাপস’দার জন্য অপেক্ষায়। প্রেম যেন গোপনীয়তা আর বাধা-বিপত্তির এক তীব্র নেশা, যা বারবারই তাকে টেনে আনে। কিছুক্ষণ আগেই সে রিয়ার সন্দেহ দূর করতে পিসির বাড়ি যাবার গল্প বানিয়ে পার্কে এসেছে। সৃষ্টি ও রিয়া দুজনেই কলেজের প্রথম বর্ষের ছাত্রী, একই মেসের রুমমেট। একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করলেও প্রেমের এই গোপন অধ্যায়টি সৃষ্টি গোপন রেখেছে। তাঁর কাছে প্রেম যেন ধরা দিয়েও দেয়না ধরা।

রিয়ার বয়ফ্রেন্ড আছে। আর তার প্রেমের গল্প শুনতে শুনতে সৃষ্টি চুপ হয়ে যায়। নিজের মনের হাহাকার নীরবে অনুভব করে। মাসিমনির ছেলে অভিজিতের বিয়েতে পরিচয় তাপস’দার সঙ্গে, কিন্তু সেই পরিচয় যেন নতুন অনুভূতির সূচনা। ছয় ফুটের লম্বা, শান্ত যুবকটিকে দেখে তার মনে অদ্ভুত এক টান জন্মায়, আর এ টানটা একেবারে নতুন। আর এই টান যেন সৃষ্টির মনকে এলোমেলো করে দিয়েছে। তাপস ছিল মাসতুত দাদা অভিজিতের বন্ধু।

হটাৎ একদিন ফেসবুকে তাপসদার ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে সৃষ্টির মনে যেন হাজার আনন্দের ঢেউ খেলে যায়। রিয়ার অজান্তে চুপিচুপি চ্যাট চলে তাদের মধ্যে। আর একদিন সৃষ্টি নিজেই তাপস কে দেখা করতে আমন্ত্রণ জানায়।

আজ সেই প্রতীক্ষিত দিন। সৃষ্টি সঠিক সময়ে, বলা ভালো তাঁর আগেই তাদের ঠিক করা পার্কে পৌছায়। বেজে ওঠে ফোন। তাঁর পরেই বৃষ্টির মুখের সেই খুশি যেন ম্লান হয়ে যায়। কারণ তাঁর প্রিয় মানুষ  তাপসদা ফোনে জানিয়ে দেয় জরুরী কাজের জন্য তার আসা সম্ভব নয়। মনের ভেতর ভারী কষ্ট নিয়ে সৃষ্টি পার্ক থেকে বেরোবার পথে হাঁটে। হঠাৎ কলেজের পরিচিত মুখ বিদ্যুৎকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়। রিয়ার সূত্রেই পরিচয় বিদ্যুতের সাথে। সৃষ্টিকে এই পার্কে দেখে অবাক হয় সে। বলা ভালো অবাক হবার মত ছল করে।

“তুই এখানে?” – সৃষ্টি অপ্রস্তুত ভাবে প্রশ্ন করে।

“এক বন্ধুর জন্য এসেছি,” বিদ্যুৎ হেসে উত্তর দেয়।

দুজনে গাছতলার বেদিতে বসে নিজেদের পড়াশোনা, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলে। সময়ের সঙ্গে সঙ্গে সৃষ্টির মনে জমে থাকা তিক্ততা যেন ধীরে ধীরে কমে আসে। ঘন্টাখানেক কাটার পর বিদ্যুৎ বলে, “তোর বন্ধুও তো আসবে না, চল বরং কোল্ড কফি খাই।”

কথাটা শুনে সৃষ্টির মন এক লহমায় খুশিতে ভরে ওঠে – তার প্রিয় কোল্ড কফি!

কিন্তু ও জানল কি করে? ভাবল সৃষ্টি। তবে বিশেষ আমল দিল না।

চলবে… (শেষ পর্ব -৩) পর্যন্ত।

________

এই মুহূর্তে

আরও পড়ুন