বাবার সঙ্গে জাদুঘরে ঘুরতে গিয়েছিল চার বয়র বয়সী এক বালক। আর সেখানে গিয়ে দুর্ঘটনাক্রমে বিরল এক নিদর্শন ভেঙে ফেলল সে। ওই নিদর্শনটি হচ্ছে এমন একটি জার বা বয়াম যা সাড়ে ৩ হাজার বছরের পুরোনো।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইসরায়েলের হাইফার হেচট মিউজিয়ামে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক জাদুঘরে ঘুরতে গিয়ে ৩৫০০ বছরের পুরোনো একটি বয়াম দুর্ঘটনাক্রমে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে চার বছর বয়সী এক ছেলে।
হাইফার হেচট মিউজিয়াম বিবিসিকে বলেছে, ভেঙে যাওয়া ক্রোকারিজটি ব্রোঞ্জ যুগের খ্রিস্টপূর্ব ২২০০ থেকে ১৫০০ সালের মধ্যে তৈরি করা হয়েছিল এবং এটি ছিল বিরল এক প্রত্নবস্তু কারণ ভেঙে যাওয়ার আগপর্যন্ত এটি ছিল অক্ষত।
বিবিসি বলছে, কাঁচের নিরাপত্তাবেষ্টনী ছাড়াই জাদুঘরের প্রবেশদ্বারের কাছে ওই প্রত্নবস্তুটি প্রদর্শনের জন্য রাখা ছিল। কারণ জাদুঘর কর্তৃপক্ষের বিশ্বাস, কোনও ধরনের ‘বাধা ছাড়া’ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে দেখানোর মধ্যে ‘বিশেষ আকর্ষণ’ রয়েছে।
ছেলেটির বাবা অ্যালেক্স বলেছেন, তার ছেলে ওই জারটি সামান্য টেনেছিল। মূলত ওই জারের ‘ভেতরে কী রয়েছে তা নিয়ে কৌতূহলী ছিল’ সে এবং টান দেওয়ার কারণে সেটি পড়ে যায়।