বাঁকুড়া: ঘটনাটি কয়েকদিন আগের। ২৯ শে সেপ্টেম্বর শনিবার সকালে বাঁকুড়ার সিমলাপালে কিছু লোক চাষের জমিতে কাজ করছিলেন। হঠাৎই তারা বিকট শব্দ শুনতে পান। তাকিয়ে দেখেন, একটু দূরে বরফের একটা বড় চাঁই মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আর সবাই অবাক হয়ে ভাবছে, আকাশ থেকে বরফ কীভাবে পড়ল।
গত কয়েকদিন ধরে বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছিল। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কিন্তু শনিবার সকালে রোদ উঠেছিল। তাই গ্রামের কয়েকজন কাজে বেরিয়েছিলেন। হঠাৎই তারা সোঁ সোঁ আওয়াজ শুনে আকাশের দিকে তাকান এবং দেখেন বরফের বিশাল চাঁই পড়ে গেছে। মাটিতে পড়তেই সেটি ভেঙে যায়, আর স্থানীয়রা ভয়ে পালিয়ে যান। পরে সাহস করে ফিরে এসে দেখতে পান, যেখানে বরফ পড়েছিল সেখানে মাটিতে একটা গর্ত তৈরি হয়েছে, আর চারপাশে বরফের টুকরো ছড়িয়ে আছে। রোদে কিছুক্ষণের মধ্যেই বরফ গলে জল হয়ে যায়। এক গ্রামবাসী আকাশ দুলে বললেন, “আমরা জমিতে কাজ করছিলাম, হঠাৎ বিশাল শব্দ শুনে দেখি একটা বড় বরফের চাঁই আকাশ থেকে পড়েছে। ওজনটা কমপক্ষে এক কুইন্ট্যাল হবে। এটা কীভাবে হলো, তা বুঝতে পারছি না।”
[আরও পড়ুন]: ধূমপান যারা করেন তাদের জন্য সুখবর। দেখে নিন কি বলছে গবেষণা
[আরও পড়ুন]: পেঁপের গুন জানলে সব ছেড়ে এটাই খাবেন
এভাবে আকাশ থেকে বরফ পড়ায় সবাই চিন্তায় পড়ে গেছে, এমনকি বিজ্ঞানীরাও। বাঁকুড়া খ্রিস্টান কলেজের ভূগোলের শিক্ষক সুব্রত পান বলেন, “প্রাকৃতিকভাবে এত বড় বরফের চাঁই বায়ুমণ্ডলে তৈরি হওয়া অসম্ভব। আমার মনে হয়, কোনো বিমান বা হেলিকপ্টার বরফ নিয়ে যাচ্ছিল, আর দুর্ঘটনাবশত সেটা মাটিতে পড়ে গেছে।”
________