Homeবিনোদনতছরুপের অভিযোগে ফাঁসলেন বাংলাদেশী অভিনেতা অপূর্ব

তছরুপের অভিযোগে ফাঁসলেন বাংলাদেশী অভিনেতা অপূর্ব

প্রতারণার অভিযোগ উঠেছে বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে

তারকেশ্বর TV:  প্রতারণার অভিযোগ উঠেছে বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে। দেশের একটি নামী প্রযোজনা সংস্থা তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও তহবিল তছরুপের অভিযোগ এনেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ৫০ লাখ টাকা পারিশ্রমিকে ২৪টি নাটক করতে রাজি হয়েছিলেন অপূর্ব। তবে অপূর্ব এ পর্যন্ত মাত্র ৯টি নাটকে অভিনয় করেছেন। এই কাজের জন্য ইতিমধ্যেই ৩৩ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। দুর্ভাগ্যবশত প্রযোজনা সংস্থার সঙ্গে নতুন কোনো প্রজেক্টে যুক্ত হননি তিনি। বাংলাদেশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশের ‘অভিনয় শিল্পী সংঘে’ অপূর্বর বিরুদ্ধে অভিযোগ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টেলিপাব (টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের)।

গত ৩ মার্চ অপূর্বকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠায় প্রযোজনা সংস্থা। তা সত্ত্বেও অপূর্ব কোন উত্তর না দেওয়ায় অবশেষে তারা অভিযোগ জানিয়েছে। টেলিপাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নিয়ে শিগগিরই একটি বৈঠক ডাকা হবে। সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি মূল্যায়ন করা হবে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোন জবাব এখনও দেননি অপূর্ব।

________

এই মুহূর্তে

আরও পড়ুন