HomeদেশAC-Fridge Price: টিভি থেকে এসি-ফ্রিজ, দাম বাড়তে চলেছে সবেরই কিন্তু কেন?

AC-Fridge Price: টিভি থেকে এসি-ফ্রিজ, দাম বাড়তে চলেছে সবেরই কিন্তু কেন?

প্রচণ্ড গরমে ভরসা বলতে এসি আর ফ্রিজ। কিন্তু মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের সেই স্বস্তিটুকুও গেল বলে! শুধু এসি বা ফ্রিজ নয়, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, রান্নাঘরের সরঞ্জাম, তার এবং পাম্পের মতো পণ্য কিনতে এবার ব্যয় করতে হবে ২ থেকে ৫ শতাংশ বেশি টাকা।

আরও পড়ুন: অপ্রত্যাশিত বিস্ময়ের সম্মুখীন হন রচনা ব্যানার্জী

TV9 ভারতবর্ষে প্রকাশিত তথ্য অনুসারে, স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডিয়া, হ্যাভেলস, বাজাজ ইলেকট্রিক্যালস এবং ভি-গার্ড ইন্ডাস্ট্রিজের মতো বড় সংস্থা দাম বাড়িয়েছে। মূল্যবৃদ্ধির অনেক কারণও রয়েছে।

ওই সব সংস্থার কর্তাদের মতে, তামা এবং অ্যালুমিনিয়ামের মতো পণ্যের দাম ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, গত দুই-চার মাসে লোহিত সাগরে সঙ্কটের কারণে পণ্য পরিবহনের খরচ বেড়েছে। এই পরিস্থিতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের শেয়ার হোল্ডারদের বিষয়টি জানিয়েছে। তিনি আরও জানিয়েছেন, জুন মাস থেকেই হোম অ্যাপ্লায়েন্স বিভাগে ২.৫ শতাংশ দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন: বিষাক্ত কেমিক্যাল বা ধোঁয়া নয়। সচেতন হন, মশা তাড়ান এই ভাবে

আরও পড়ুন: মৃত্যুদণ্ড দেওয়ার পরে কলমের নিব ভেঙে ফেলেন বিচারকরা। কিন্তু কেন?

আরও পড়ুন: ঘরে আছে তিন স্ত্রী আর ৪৬টি সন্তান। কার? 

ইকনমিক টাইমস-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মাসে তারের দাম বেড়েছে। তামা ও অ্যালুমিনিয়ামের দাম বৃদ্ধির কারণে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের দাম ৫ থেকে ৭ শতাংশ বাড়তে পারে। হ্যাভেলস-এর এমডি জানিয়েছেন, খরচ ও দামের মধ্যে তফাৎ কমছে, তাই দাম বাড়াতে হচ্ছে।

‘গোদরেজ অ্যাপ্লায়েন্সেস’-এর অন্যতম কর্তা কমল নন্দী জানিয়েছেন, খরচের প্রভাব পড়েছে সামগ্রিকভাবে। তাই মূল্যবৃদ্ধি প্রয়োজন। টেলিভিশন নির্মাতারাও দাম বাড়ানোর কথা ভাবতে পারে। কিছু ছোট ব্র্যান্ড জুন মাসে ৪ থেকে ৬ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করেছে।

________

Latest news

Related news