Homeদক্ষিণবঙ্গবন্ধ হতে হতে শুরু ৪০তম আসানসোল বইমেলা

বন্ধ হতে হতে শুরু ৪০তম আসানসোল বইমেলা

আসানসোল বইমেলা পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছিল

তারকেশ্বর TV: কোভিডের প্রাদুর্ভাবের পর কেটে গিয়েছে তিন বছর। আসানসোল বইমেলা পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছিল। তবে ৮ ফেব্রুয়ারি থেকে বইমেলা পুনরায় শুরু হতে যাচ্ছে বলে সুখবর রয়েছে। আসানসোলের পোলো গ্রাউন্ডে শুরু হবে ৪০তম আসানসোল বইমেলা। সভাপতিত্ব করবেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্পাদক সৌমেন দাস। এই খবরটি আসানসোল শহর এবং পুরো শিল্পাঞ্চলের বইপ্রেমীদের মধ্যে আনন্দ-উত্তেজনায় ভরিয়ে দিয়েছে। বিগত বছরগুলির মতো এবারও আসানসোল বইমেলা আয়োজনের দায়িত্বে থাকবে যুব শিল্পী সংসদ।

আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল চারটেয় ৪০তম আসানসোল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সমমানন্দজী মহারাজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বইমেলা উদ্বোধনকে কেন্দ্র করে কোনো মিছিল করা হচ্ছে না।

৯ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই তালিকায় রয়েছে আসানসোলের স্থানীয় শিল্পী ও সংগঠনের পরিবেশনা।

এ ছাড়া থাকছে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা সভা, কবি সম্মেলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। আসানসোল শিল্পাঞ্চলের কবিদের সংবর্ধনা জানানো হবে এবং স্থানীয় কবিরা তাদের কবিতা আবৃত্তি করবেন।

আসানসোল বইমেলা আয়োজক কমিটির চেয়ারম্যান করা হয়েছে মেয়র বিধান উপাধ্যায়কে। আসানসোলের পোলো ময়দানে বেশ কয়েক বছর ধরে অনুষ্ঠিত এই বইমেলা রাজ্য সরকারের গ্রন্থাগার দফতর এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের একটি যৌথ প্রচেষ্টার উদাহরণ। রাজ্যের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যুব শিল্পী সংসদের এই বইমেলা দেখার জন্য।

________

Latest news

Related news