HomeদেশAstraZeneca Covishield: পার্শ্বপ্রতিক্রিয়া আছে কোভিশিল্ডে, মানল অ্যাস্ট্রাজেনেকা

AstraZeneca Covishield: পার্শ্বপ্রতিক্রিয়া আছে কোভিশিল্ডে, মানল অ্যাস্ট্রাজেনেকা

টিকায় 'বিরল' পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে অ্যাস্ট্রাজেনেকা

তারকেশ্বর TV: দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা তাদের টিকায় ‘বিরল’ পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড নামে বিশ্বজুড়ে বিক্রি হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে, প্রায় ৫০টি মামলা রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এক মহিলা স্নায়বিক ব্যাধির শিকার বলে অভিযোগ দায়ের করেছেন। জেমি স্কট নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, ২০২১ সালের এপ্রিলে তিনি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছিলেন। এরপরই মস্তিষ্কে আঘাত পান তিনি। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, যার ফলে মস্তিষ্কে ইনজুরি হচ্ছে।

এর আগে অ্যাস্ট্রাজেনেকা দাবি করেছিল, তাদের টিকার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে তারা বিশ্বাস করে না। সম্প্রতি যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি জানিয়েছে, খুব বিরল হলেও তাদের টিকা থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএসের কারণ হতে পারে। সাধারণত, যখন টিটিএস ঘটে তখন রক্ত জমাট বাঁধে এবং প্লেটলেট গণনা হ্রাস পায়।

প্রথমবারের মতো অ্যাস্ট্রাজেনেকার টিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। সে সময় অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদন করছিল। ওই টিকা নেওয়ার পর এক স্বেচ্ছাসেবক প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

________

Latest news

Related news