HomeদেশRatan Tata: রতন টাটার ইনস্টাগ্রামে ফলোয়ার ৮৫ লক্ষ। কিন্তু তিনি একটি মাত্র...

Ratan Tata: রতন টাটার ইনস্টাগ্রামে ফলোয়ার ৮৫ লক্ষ। কিন্তু তিনি একটি মাত্র অ্যাকাউন্ট ফলো করতেন

তবুও সবাই আশার আলোয় বুক বেঁধেছিল

তারকেশ্বর TV: বয়স আশির কোঠা পেরিয়ে গয়েছিল। হঠাৎ হাসপাতালে ভর্তি হন। ভর্তি  হবার পর থেকেই রতন টাটাকে ঘিরে নানা জল্পনা চলছিল। তবুও সবাই আশার আলোয় বুক বেঁধেছিল। তবে বুধবার গভীর রাতেই সেই দুঃসংবাদ আসে। টাটা গোষ্ঠীর ‘সাম্মানিক চেয়ারম্যান’ রতন টাটা প্রয়াত হয়েছেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রতন টাটা নিজেই আগে জানিয়েছিলেন যে, তিনি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে উল্লেখ করেছিলেন, “আমার স্বাস্থ্য নিয়ে অনেক গুজব রটছে, যার কোনো ভিত্তি নেই।” তবুও, বুধবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রাতেই তাঁর মৃত্যু হয়।

[আরও পড়ুন]: প্রাণঘাতি কঙ্গো জ্বর হলে কি করবেন, আর কি করবেন না জানুন

[আরও পড়ুন]: ৫০ টাকা করে জমা দিয়ে পাবেন ৬.৫ লাখ টাকা। মহিলাদের জন্য LIC – র নতুন জীবন বীমা

রতন টাটা সামাজিক মাধ্যমে খুব বেশি সক্রিয় ছিলেন না। তবুও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৮৫ লক্ষ অনুসারী রয়েছে, যা তাঁর অসাধারণ ব্যক্তিত্বের প্রতিফলন। লক্ষাধিক ফলোয়ার থাকা সত্ত্বেও তিনি কেবলমাত্র একটি অ্যাকাউন্টকেই ফলো করতেন। আর সেটি হল টাটা ট্রাস্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। যদিও তিনি টাটা গ্রুপের কাজ থেকে অবসর নিয়েছিলেন। তবুও টাটা ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি গভীরভাবে যুক্ত ছিলেন। রতন টাটা এই ট্রাস্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করতেন। টাটা ট্রাস্ট স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং পর্যবেক্ষণসহ নানা ক্ষেত্রে কাজ করে থাকে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন