তারকেশ্বর TV: প্রায় সাত বছর ধরে চলা সফল নাটকটি অবশেষে বড় পর্দায় আসছে। উইলিয়াম শেক্সপিয়ারের ক্লাসিক নাটক ‘ওথেলো’ এখন সেলুলয়েড সংস্করণে রূপান্তরিত হচ্ছে। অরুণ মুখোপাধ্যায়ের নির্দেশনায় এই প্রযোজনার যাত্রা শুরু হয়েছে রুপালি পর্দায়। আগামী ১৪ জুন মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। দীর্ঘদিন ধরে নাট্যপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন এই নাটকটি বড় পর্দায় আসবে। অবশেষে এর মুক্তির খবর এলো, যা সবাইকে আনন্দ এনে দিয়েছে।
এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়, সোহিনী সরকার, দিতিপ্রিয়া রায়, অর্পণ ঘোষাল, মিমি দত্তসহ অনেকে। সৃজনশীল এই চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রথম টিজার প্রকাশ করেছে জিও স্টুডিও এবং এসভিএফ এন্টারটেইনমেন্ট। সিনেমায় ডেসডিমনার চরিত্রের বাংলা রূপান্তরে দিয়ামনার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। ওথেলো বা অ থৈয়ের চরিত্রে দেখা যাবে পরিচালক অর্ণ মুখোপাধ্যায়কে, নাটকের অন্য প্রধান চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, অর্থাৎ গোগোর চরিত্রের বাংলা রূপান্তরে।
বুধবার থেকেই এই সিনেমার টিজার নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি করতে শুরু করেছে। সোহিনী, অনির্বাণ ও অর্ণব- এই ত্রয়ীর অভিনয় মঞ্চে অগণিত ভক্তকে আকৃষ্ট করবে।
________