Homeবিগ ব্রেকিংBangladesh: বাংলাদেশের ডিমের চাহিদা মেটাতে দ্বারস্থ ভারতের।

Bangladesh: বাংলাদেশের ডিমের চাহিদা মেটাতে দ্বারস্থ ভারতের।

প্রতিটি কার্টনে ২১০টি ডিম রয়েছে

কলকাতা: ভারতে ইলিশ মাছ রফতানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশে ডিম রপ্তানি বন্ধ করেনি ভারত। বাংলাদেশের ‘সময় নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিম আমদানি হয়েছে।

শুল্কসহ প্রতি ডিমের দাম ৭ টাকা ৭৫ পয়সা। রিপোর্ট বলছে, বাংলাদেশে ডিমের দাম আকাশছোঁয়া, এক ডজনের দাম প্রায় ১৭০ টাকা। ভারত থেকে ডিম আমদানির লক্ষ্য দাম নিয়ন্ত্রণে রাখা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূজা উৎসবে ‘উপহার’ হিসেবে প্রতি বছর ইলিশ মাছ ভারতে পাঠানো হতো। তবে ইউনুস সরকার ঘোষণা করেছে, বাংলায় আর ইলিশ রপ্তানি হবে না।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ঘোষণা করেছেন, এবারের দুর্গাপূজায় কোনো ইলিশ মাছ ভারতে পাঠানো হবে না। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন তিনি। তবে ভারত বাংলাদেশে ডিম রফতানি বন্ধ করেনি, যার অর্থ ভারত থেকে আমদানি করা প্রায় আড়াই লাখ ডিম বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য হবে।

বাংলাদেশি কোম্পানি হাইড্রোল্যান্ড সলিউশনস এসব ডিম আমদানি করেছে। তারা জানিয়েছে যে ১,১০৪ কার্টন ডিম আনা হয়েছে, প্রতিটি কার্টনে ২১০টি ডিম রয়েছে। ডিমগুলোর আমদানি ব্যয় ১১ হাজার ডলার। যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকা।

সূত্র অনুযায়ী, ডিমের দাম নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছিলেন হাসিনা সরকার। গত নভেম্বরে ডিম আমদানি হয়েছে ৬১ হাজার ৮৫০টি। এবার ২ লাখ ৩১ হাজার ৪০টি ডিম আমদানি হয়েছে, শুল্কসহ প্রতিটি ডিমের দাম ৭ টাকা ৭৫ পয়সা।

________

এই মুহূর্তে

আরও পড়ুন