Homeবিগ ব্রেকিংWeather News: দক্ষিণবঙ্গে টানা দুর্যোগ-বৃষ্টি। হাওয়া অফিসের গরম খবর

Weather News: দক্ষিণবঙ্গে টানা দুর্যোগ-বৃষ্টি। হাওয়া অফিসের গরম খবর

বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে

তারকেশ্বর TV: বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যার জেরে উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

[আরও পড়ুন]: আমার মা হওয়ার সময় হয়েছে। কিন্তু লোকে আমাকে যে বদনাম দিয়েছে, তাতে আমার পক্ষে বিয়ে করাই…

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ অঞ্চলটি উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তর ঘোষণা করেছে, ৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। ওই দিন মেদিনীপুর, ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া-সহ দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন মেদিনীপুর, ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়ায় ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ অন্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন]: এবার আরজি কর নিয়ে বিরাট সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের।

৯ ও ১০ সেপ্টেম্বর দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৮ থেকে ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছে
বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

[আরও পড়ুন]: প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে ঐশ্বরিয়া রাই। চুরমার হয়ে গিয়েছিল স্বপ্ন

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে পৌঁছতে পারে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ থেকে সর্বনিম্ন ৫৪ শতাংশ।

________

এই মুহূর্তে

আরও পড়ুন