Homeগাড়ি-বাইকCNG cars in India: কম দামে সিএনজি ফুয়েল সাশ্রয়ী গাড়ি কোনটি? দেখুন...

CNG cars in India: কম দামে সিএনজি ফুয়েল সাশ্রয়ী গাড়ি কোনটি? দেখুন লিস্ট

টাটা মোটরস 5টি সিএনজে গাড়ি লঞ্চ করেছে

তারকেশ্বর TV: মারুতি হোক বা টাটা, সিএনজি গাড়ির দৌড়ে কেউই এক চুলও ছাড়তে রাজি নন। সম্প্রতি মাঠে নেমেছে হুন্ডাই। স্টাইলিশ গাড়ি এক্সটারের টুইন সিলিন্ডার সিএনজি (CNG) ভার্সন লঞ্চ করেছে সংস্থা। ফলে গ্রাহকদের হাতে এখন একাধিক অপশন রয়েছে। যারা জ্বালানি খরচ কমানোর জন্য সিএনজি গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য কোন মডেলটি সেরা হবে? আসুন জেনে নেওয়া যাক।

মারুতি সুজুকি (Maruti Suzuki)

মোট 17 টি সিএনএনজি গাড়ি রয়েছে মারুতি সুজুকির পোর্টফোলিওতে। তবে এদের মধ্যে WagonR সবচেয়ে বেশি মাইলেজ দেয়। এই গাড়ি প্রতি লিটারে 34 কিলোমিটার চলে। দাম 5 লাখ 54 হাজার টাকা থেকে 7 লাখ 38 হাজার টাকা পর্যন্ত। 5 সিটের এই গাড়িটি তার মাইলেজ এর জন্য দেশব্যাপী জনপ্রিয়।

[আরও পড়ুন]: ভুলে যাবার চিন্তা এবার ভুলে যান। এসে গেছে দ্বিতীয় ব্রেন।

[আরও পড়ুন]: সবচেয়ে ঠান্ডা হওয়া প্রদানকারী ফ্যান কিনুন কম দামেই

[আরও পড়ুন]: সামান্য গোলক যখন বড় বিল্ডিং কে রক্ষা করে

এছাড়াও Baleno এবং Dzire, মারুতির এই দুটি গাড়ির মাইলেজ যথাক্রমে 30.61 কিমি এবং 31.12 কিমি। মাইলেজের ক্ষেত্রে, উভয়ই শীর্ষ বিকল্প। Dzire-এর দাম পড়বে 6 লাখ 57 হাজার টাকা এবং Baleno -র দাম পড়বে 6 লাখ 66 হাজার টাকা।

টাটা মোটরস (Tata Motors)

টাটা মোটরস 5টি সিএনজে গাড়ি লঞ্চ করেছে। প্রতিটি গাড়ির মাইলেজ 26-27 কিলোমিটার। তবে অল্ট্রোজে (Altroz ) রয়েছে ডুয়াল সিলিন্ডার প্রযুক্তি। বুট স্পেস না কমিয়েও গাড়িটিতে দুটি সিলিন্ডার রয়েছে। দাম 6 লাখ 65 হাজার টাকা থেকে 11 লাখ 35 হাজার টাকা পর্যন্ত। এছাড়াও, টাটা পাঞ্চ (Tata Punch) সিএনজি সম্প্রতি লঞ্চ হয়েছে। গাড়িটির মাইলেজ 27 কিলোমিটার। দাম 6 লাখ 13 হাজার টাকা থেকে 10 লাখ 20 হাজার টাকা পর্যন্ত।

[আরও পড়ুন]: ভুলে যান রোজ ফোন চার্জিং, ৫০ বছর চলবে এই ব্য়াটারি!

হুন্ডাই (Hyundai Motor Company)

দেশে ধীরে ধীরে সিএনজি গাড়ির সংখ্যা বাড়াচ্ছে হুন্ডাই। বর্তমানে প্রতিষ্ঠানটির লাইনআপে তিনটি সিএনজি গাড়ি রয়েছে। তার মধ্যে অন্যতম হল এক্সটার (Exter)। সম্প্রতি সেই গাড়ির নতুন সিএনজি ভার্সন লঞ্চ হয়েছে। এর সিএনজি ক্যাপাসিটি 60 লিটার। গাড়িটির মাইলেজ 26 থেকে 27 কিলোমিটারের মধ্যে। দাম 6 লাখ 13 হাজার টাকা থেকে 10 লাখ 43 হাজার টাকা পর্যন্ত। মারুতি এবং টাটা মোটরস ছাড়াও হুন্ডাই একটি ভাল বিকল্প হতে পারে।

টয়োটা (Toyota)

মারুতি সুজুকি, টাটা মোটরস, হুন্ডাইয়ের পাশাপাশি সিএনজি গাড়ি বিক্রি করছে আরও একটি সংস্থা। সেটি হলো টয়োটা। সংস্থার আরবান ক্রুজার হাইরাইডার (Urban Cruiser Hyryder) গাড়িটিও এই বাজারে একটি ভাল বিকল্প। দাম শুরু 11 লাখ টাকা থেকে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন