তারকেশ্বর TV: এখনও ৪৮ ঘণ্টাও হয়নি, ফ্লাইওভারে ফের দুর্ঘটনা ঘটেছে। চোখের সামনেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। আতঙ্কের ছাপ এখনও সবার চোখে-মুখে। বাইক আরোহী এখন আতঙ্কে। কারণ তার সহযাত্রী ফ্লাইওভারের প্রায় ৮০ ফুট নীচে ছিটকে পড়েছেন।
[আরও পড়ুন]: ট্রেনের কামরায় খুঁজে পাচ্ছেন না প্রিয়জনদের? নিজের কোচ পাননি? পূর্ব রেল নিয়ে এলো সমাধান
অফিস টাইমেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভারের গার্ডওয়াল থেকে প্রায় ৮০ ফুট নিচে পড়ে যান এক মোটরবাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[আরও পড়ুন]: আপনার নামে ভুয়ো প্রোফাইল? কিভাবে এড়াবেন জালিয়াতি?
সকাল সাড়ে আটটা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারের গার্ডওয়ালে ধাক্কা মারে মোটরসাইকেল আরোহী। চালকের পিছনে বসা যুবক উড়ালপুল থেকে ছিটকে পড়ে যান।
[আরও পড়ুন]: হাসিনাকে উড়িয়ে নিয়ে আসে C-130J বিমান। কতটা শক্তিশালী এটি জানুন
দিন দুয়েক আগে মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। সেদিনও সকালে এজেসি বোস ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের বহনকারী একটি গাড়ি সেক্টর ফাইভের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো পথে যাওয়া অন্য একটি গাড়ি উড়ালপুলের উপরে উঠে আসে। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
________