তারকেশ্বর TV: বিএসএনএল (BSNL) গ্রাহক পরিষেবায় চিত্তাকর্ষক অগ্রগতি করছে। সরকারি টেলিকম সংস্থা ধারাবাহিকভাবে নতুন প্ল্যান দিয়ে ব্যবহারকারীদের চমকে দিয়েছে। সম্প্রতি বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যান প্রাইস বাড়িয়েছে। এই পরিস্থিতিতে, অনেক ব্যবহারকারী জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন (Vodafone) থেকে বিএসএনএলে স্যুইচ করছেন।
[আরও পড়ুন]: ভারতেই রয়েছে এমন ট্রেন। যার ভাড়ায় তৈরি হয়ে যাবে আস্ত বাড়ি
বিএসএনএল ব্যবহারকারীদের 4G পরিষেবা প্রদানের জন্য ক্রমাগত কাজ করছে এবং সম্প্রতি 599 রিচার্জ প্ল্যান চালু করেছে।
বিএসএনএল এর এই প্ল্যানের বৈধতা 84 দিন। গ্রাহকরা প্রতিদিন 100 টি এসএমএস সহ সীমাহীন কলিং পাবেন। এছাড়াও প্রতিদিন 3GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের জন্য ব্যবহারকারীদের প্রতিদিন খরচ হবে মাত্র 7.13 টাকা। অতএব, এটি বিএসএনএলের অন্যতম সাশ্রয়ী মূল্যের পরিকল্পনা হিসাবে বিবেচিত হতে পারে। কারণ এতে 4G ডেটাও অন্তর্ভুক্ত রয়েছে।
[আরও পড়ুন]: ছেলেদের গার্লফ্রেন্ড থাকা দারুণ সুবিধা। প্রেম ছাড়া আরও অনেক বিষয়
[আরও পড়ুন]: বন্যায় ডুবল কঙ্কালীতলা, জলের তলায় তারাপীঠ মহাশ্মশান
প্লে স্টোর (Google Play Store) থেকে বিএসএনএল সেলফকেয়ার (BSNL Selfcare) অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটি ইনস্টল হয়ে বিএসএনএল মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। এই প্রক্রিয়াটির জন্য মোবাইল একটি ওটিপি পাবেন। এরপর অ্যাপের মাধ্যমে এই বিএসএনএল প্ল্যানটি কিনতে পারেন। শিগগিরই ব্যবহারকারীরা কম দামে উচ্চমানের ইন্টারনেট সেবা পাবেন।
________