Homeবিগ ব্রেকিংSuri: নিম্নচাপই কাড়ল জীবন। দেখা হল না দুর্গাপূজা। গুরুতর আহত এক

Suri: নিম্নচাপই কাড়ল জীবন। দেখা হল না দুর্গাপূজা। গুরুতর আহত এক

বোলপুর-মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে

সিউড়ি: অটোর উপর গাছ পড়ে এক বৃদ্ধ যাত্রীর মৃত্যু হলে মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিউরির বোলপুর-মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম ওই টোটোচালককে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[আরও পড়ুন]: মোবাইল না টিভি – আপনার শিশুর জন্য কোনটি বেশি ক্ষতিকারক? জানুন

[আরও পড়ুন]: মাইক্রোসফটে বড় বিপর্যয়।সমস্যার গোড়া কোথায়? জানুন

সিউড়ির সৎসঙ্গ কলোনির বাসিন্দা ননীগোপাল ব্যাপারী (৫২)। আহত অটোরিকশা চালকের নাম উজ্জ্বল মাহারা। ননী গোপাল প্রসাধনী ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং সেদিন কাজে বেরিয়েছিলেন। পরিচিত চালক উজ্জ্বলের অটোতে ইলামবাজার যাচ্ছিলেন তিনি। ঘটনাস্থলের কাছাকাছি আসতেই হঠাৎ একটি গাছ তাদের ওপর ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দে ছুটে এসে দু’জনকেই উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ননী গোপালকে মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন]: Truecaller: নতুন এই বৈশিষ্ট্য আপনাকে ভাবাবেই। জানেন কি সেটা?

স্থানীয় বাসিন্দা মাসুদুল হক বলেন, “ইলামবাজার যাওয়ার পথে একটি বড় গাছ অটোর ওপর পড়ে। অটোতে দু’জন ছিলেন – চালক এবং একজন যাত্রী। আমরা দু’জনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। চালক বর্তমানে চিকিৎসাধীন। উভয় পরিবারকে খবর দেওয়া হয়েছে”। উল্লেখ্য, গতকাল থেকে সিউরিতে প্রচণ্ড বৃষ্টিপাত ও প্রবল বাতাস বইছে। শনিবার সকালেও বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইতে থাকে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন