বুলবুল হাসপাতালের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৯ আগস্ট জরুরি বিভাগের চতুর্থ তলায় সেমিনার হলে নারী চিকিৎসকের লাশ উদ্ধারের পর নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। এই সময়েই হাসপাতাল কর্তৃপক্ষের পদত্যাগের দাবি জোরদার হয়, যার ফলে সুপারকে অপসারণ করা হয়। পরবর্তীকালে ডিন হিসেবে দায়িত্ব পালনের পর বুলবুলকে সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটির নেতৃত্বও দেন তিনি।
________