Homeবিগ ব্রেকিংChennai: গ্রাহকের অপমান সহ্য করতে না পেরে, ফুড ডেলিভারি যুবক নিল চরম...

Chennai: গ্রাহকের অপমান সহ্য করতে না পেরে, ফুড ডেলিভারি যুবক নিল চরম সিদ্ধান্ত

ওই মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন

তারকেশ্বর TV: একজন ফুড ডেলিভারি কর্মী গ্রাহকের কাছ থেকে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। গত বুধবার বাড়িতেই আত্মহত্যা করেন ওই যুবক। তাঁর ঘরে তল্লাশি চালানোর সময় পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে।

Search Special image

দেখা যায় তাতে লেখা রয়েছে, যে একজন মহিলা গ্রাহক মুদিখানা সামগ্রী ডেলিভারি করার সময় তাকে কড়া ভাষায় অপমান ও গালিগালাজ করেছিলেন। যুবকটি তার কথায় গভীরভাবে প্রভাবিত হন এবং অপমানে ভেঙে পড়েন। এর পরই এই চরম সিদ্ধান্ত নিয়ে নেয়।

[আরও পড়ুন]: UIDAI Update: আধার কার্ড নিয়ে বড় খবর। এই তারিখের পর গুনতে হবে টাকা

জানা গেছে, পবিত্র নামে এক যুবক বি.কম ছাত্র ছিলেন। তার পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করার জন্য, তিনি ফুড ডেলিভারির পার্ট টাইম কাজ করছিলেন। গত ১১ সেপ্টেম্বর কোরাত্তুরের একটি বাড়িতে মুদিখানার সামগ্রী পৌঁছে দিতে যান তিনি। তবে পথ খুঁজে পেতে তার সমস্যা হয়েছিল এবং কিছুটা দেরিতে পৌঁছেছিলেন।

[আরও পড়ুন]: একটা গোটা গ্রামে মাত্র একটি পরিবার বসবাস করে। কোন রহস্য আছে এর পিছনে

বিলম্বের জন্য ওই গ্রাহক শুধু তাঁকে বকাঝকাই করেননি, অ্যাপে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন, যাতে ভবিষ্যতে তাঁকে আর না পাঠানো হয়। রাগের মাথায় ওই যুবক ওই মহিলার ঘর লক্ষ্য করে ঢিল ছুঁড়লে জানলার কাচ ভেঙে যায়। এই ঘটনার পর ওই মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন। বুধবার পুলিশ ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তারা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একটি সুইসাইড নোটও পেয়েছে। ঘটনার তদন্ত চলছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন