তারকেশ্বর TV: বেতন বৃদ্ধির সঙ্গে থাকবে বোনাস। আগে বলা হয়েছিল, সিভিক ভলান্টিয়ারের সংখ্যা বাড়ানো হবে। বছরের শুরুতেই বোনাস ঘোষণা করা হয়েছিল। গত মাসের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেতন বৃদ্ধির ঘোষণা করেন। এর জন্য রাজ্য সরকার ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। উপরন্তু, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে পুলিশের ২০ শতাংশ চাকরি এখন সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। যা আগের ১০ শতাংশ থেকে বেড়েছে। সোমবার নবান্নের তরফে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সিভিক ভলান্টিয়াররা তাঁদের আগের বেতনের তুলনায় অতিরিক্ত ১০০০ টাকা করে পাবেন। আগামী এপ্রিল মাস থেকে এই বৃদ্ধি কার্যকর হবে।
গত বছর সিভিক ভলান্টিয়াররা প্রত্যেকে ২০০০ টাকা করে বোনাস পেয়েছিলেন। তবে এই বছর তারা ৫,৩০০ টাকা পাবে, যার ফলে অতিরিক্ত ৩,৩০০ টাকা বোনাস পাবে। নবান্নের বিজ্ঞপ্তির ফলে রাজ্যের দু’লক্ষেরও বেশি সিভিক ভলান্টিয়ার উপকৃত হলেন পুলিশের কাজে সহযোগিতা করার সৌজন্যে। সম্প্রতি অর্থ দফতর সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর পাশাপাশি কম্পিউটারে কর্মরত বিভিন্ন দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়াতে বিজ্ঞপ্তি জারি করে। সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তিটিও এখন প্রকাশ্যে আনা হল।
________