HomeকলকাতাPotato Export: আলু রফতানি নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, সমস্যা মিটবে কি?

Potato Export: আলু রফতানি নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, সমস্যা মিটবে কি?

বৈঠকে টাস্কফোর্স ও আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

তারকেশ্বর TV: প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রফতানি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের বাজারে আলুর সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আবারও ধর্মঘটে নেমেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব বি পি গোপালিকা। বৈঠকে টাস্কফোর্স ও আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবান্নের কনফারেন্স হলে বৈঠকে অপ্রত্যাশিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলুর দাম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অন্য রাজ্যে আলু পাঠাতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছেন আলু ব্যবসায়ীরা। তাদের দাবি, ট্রাকে করে আলু পরিবহনের সময় পুলিশি হস্তক্ষেপের সম্মুখীন হতে হয় তাদের। এই ইস্যুগুলির পরিপ্রেক্ষিতে, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ২০ জুলাই রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘট টানা পাঁচ দিন ধরে চলেছিল। পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন। সে সময় ধর্মঘট প্রত্যাহার করা হলেও আলু রফতানি নিয়ে চলমান জটিলতার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে সোমবার থেকে ফের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রতিটি জেলার জেলাশাসক, টাস্ক ফোর্সের সদস্য এবং আলু ব্যবসায়ীরা। বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন মমতা। বুধবার থেকে মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের আলু রফতানির অনুমতি দেন। তবে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনিক সূত্রের খবর, এক সপ্তাহ পরিস্থিতির উপর নজর রেখে ফের বৈঠক করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

________

এই মুহূর্তে

আরও পড়ুন