Homeবিগ ব্রেকিংMV Sunrise: দুর্ঘটনায় বাংলাদেশি বার্জ। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা

MV Sunrise: দুর্ঘটনায় বাংলাদেশি বার্জ। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা

ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ হারুউড পয়েন্ট

তারকেশ্বর TV: দুর্যোগের মধ্যে পড়ে হুগলি নদীর উত্তাল ঢেউয়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে নদীর পাড়ে উঠে পড়ে একটি বাংলাদেশি বার্জ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ হারুউড পয়েন্ট উপকূলীয় থানার সূর্যনগর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষতিগ্রস্থ বার্জটির অবস্থা মূল্যায়ন করে এবং ক্রু এবং কর্মীদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে।

[আরও পড়ুন]: প্রেমে ধোঁকা? নেপথ্যে রয়েছে নানা অজানা কারণ

[আরও পড়ুন]: কিভাবে ঝাট দেবেন ঘর? কোন ছবি রাখলে হবে উন্নতি? বাস্তুর এই নিয়মেই টাকার অভাব ঘুঁচবে

সিভিল ডিফেন্সের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা স্থানীয় জেলেদের সহায়তায় দ্রুত বার্জটি সুরক্ষিত করে। দুর্ঘটনায় জড়িত এমভি সানরাইজটি সবুজ বাংলা নামক বার্জটিতে ক্রুসহ ১০ বাংলাদেশি ছিলেন। কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও বার্জ এজেন্সিকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে পুলিশ।

[আরও পড়ুন]: ভারতেই রয়েছে এমন ট্রেন। যার ভাড়ায় তৈরি হয়ে যাবে আস্ত বাড়ি

সূত্রের খবর, বিষয়টি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের নজরে এনেছে পুলিশ। জেলা প্রশাসনের তরফে কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও বার্জ এজেন্সিকে দ্রুত উদ্ধারকাজ চালানোর কথা জানানো হয়েছে। বর্তমানে পুলিশ বার্জের ক্রু এবং কর্মীদের নামতে নিষেধ করেছে। জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁদের খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থা করা হয়েছে। এমভি সানরাইজ গ্রিন বেঙ্গল নামের বার্জটি প্রতিকূল আবহাওয়ার কারণে ৭ তারিখ বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে নামখানায় নোঙর করেছিল।

________

এই মুহূর্তে

আরও পড়ুন