তারকেশ্বর TV: সৌদি মোহাম্মদ নামের ওই পুরুষ রোবটের বিরুদ্ধে এক নারী সাংবাদিককে ‘হয়রানি’ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে তারকেশ্বর টিভির পক্ষ থেকে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।
ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে মহম্মদের সামনে দাঁড়িয়ে কথা বলছেন এক মহিলা সাংবাদিক। হঠাৎ রোবটটি তার হাত সাংবাদিকের নিতম্বে রাখেন। সাংবাদিক চমকে যান।
Robot built by Saudi Arabia harass reporter 😂#AmbaniWedding #tiktok #Robot pic.twitter.com/fTsvBG9zIc
— Mian ZiaudDin (@mian_realm) ৬ মার্চ, ২০২৪
গত ৪ মার্চ রিয়াধে আয়োজিত এক অনুষ্ঠানের মোহাম্মদকে প্রকাশ্যে আনা হয়। তখনই ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আট লক্ষেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটির। একজন মহিলা সাংবাদিককে ‘হয়রানি’ করার জন্য রোবটটির সমালোচনা করেছেন অসংখ্য ব্যবহারকারী। একজন ব্যবহারকারী বলেন, “রোবটটিকে এভাবেই প্রোগ্রাম করা হয়েছে”। এতে রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
কিছু ব্যবহারকারী যুক্তি দিয়েছিলেন যে ঘটনাটি দুর্ঘটনাজনিত ছিল। কারণ রোবটটি যান্ত্রিক ত্রুটিযুক্ত থাকার কারণেই এমন ঘটনা ঘটিয়েছে।
________