তারকেশ্বর TV: নবদম্পতি সবেমাত্র আদালত থেকে বেরিয়ে আসছিলেন। নিয়েছিলেন সাতজন্ম একসাথে পথচলার প্রতিশ্রুতি। আচমকাই পা পিছলে পড়ে যান নববধূ। অতিথিরা দম্পতিকে ঘিরে ধরেন, সকলেই নতুন বউয়ের দিকে মনোনিবেশ করেন। সেই মুহুর্তে, স্বামী তাকে একটি বিশেষ শব্দ দিয়ে সম্বোধন করেন। এটা শুনেই রেগে আগুন নববধূ। ক্ষুব্ধ হয়ে তরুণী রেজিস্ট্রার অফিসে ছুটে যান এবং সিদ্ধান্ত নেন যে তিনি আর এই বিয়েতে থাকতে চান না, বিবাহবিচ্ছেদের পথ বেছে নেন।
[আরও পড়ুন]: সাত সকালে বিপত্তি। গুদামের ছাদ ভেঙে মৃত্যু অনেকের
[আরও পড়ুন]: 3GB ডেটা, কল! তাও মাত্র ৭ টাকায়? পূজার আগে দুর্দান্ত অফার BSNL এর
বিয়ের পর মাত্র তিন মিনিট একসঙ্গে কাটিয়েছেন নবদম্পতি। সেই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছিল? যা তরুণীকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল। তিনি হোঁচট খেয়ে পড়ে গেলে তার স্বামী অপ্রত্যাশিতভাবে সবার সামনে তাকে ‘বোকা’ বলে সম্বোধন করেন, যা নববধূকে ক্ষিপ্ত করে তোলে।
[আরও পড়ুন]: বন্যা দেখতে গিয়ে তলিয়ে গেল ১০ বছরের নাবালক
[আরও পড়ুন]: Instagram: স্টোরিতে এবার যুক্ত হচ্ছে নতুন কমেন্ট ফিচার। ইন্সটাগ্রাম নিয়ে উৎসুক ইউজাররা
সঙ্গে সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। ঘটনাটি ঘটেছে ২০১৯ সালে কুয়েতে। সম্প্রতি, যখন বিষয়টি এক্স (পূর্বে টুইটার) এ নতুন করে চর্চার বিষয় হয়, তখন একজন ব্যবহারকারী মন্তব্য করেছিলেন, “আমি একটি বিয়েতে অংশ নিয়েছিলাম যেখানে বর এবং শ্বশুর নববধূকে নিয়ে নানা ভাবে রসিকতা করছিলেন। আমার মনে হয়, এর জবাবে ওই তরুণীর এমন কিছুই করা উচিত ছিল”। আরেকজন লিখেছেন, “সম্পর্কের মধ্যে একজন যদি আরেকজনকে সম্মান না করে, তাহলে সেই সম্পর্কের মধ্যে একেবারে না থাকাই ভালো।
________