HomeAllHowrah News: বেলুড়ে, একদিকে হেলে পড়ে পাঁচতলা ফ্ল্যাট। আতঙ্কে বাসিন্দারা।

Howrah News: বেলুড়ে, একদিকে হেলে পড়ে পাঁচতলা ফ্ল্যাট। আতঙ্কে বাসিন্দারা।

নির্মাতাদের ফোন করেও পাওয়া যাচ্ছে না।

হাওড়া: গত ৫ তারিখে মাত্র ছ’মাস আগে নির্মিত একটি পাঁচতলা (G+4) ভবনের মাঝ বরাবর ফাটল দেখা দেওয়ায় এবং পুরো ভবনটি একদিকে হেলে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বেলুড় এলাকায়। ১৬/৩৫ রাজেন শেঠ লেনের ওই বহুতল ভবনের বর্তমান অবস্থা দেখে ভোরে আতঙ্কিত বাসিন্দারা দ্রুত তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। অভিযোগ উঠেছে, ভবনটির নির্মাতাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, ফোন করেও পাওয়া যাচ্ছে না।

[আরও পড়ুন]: LIC: ৫০ টাকা করে জমা দিয়ে পাবেন ৬.৫ লাখ টাকা। মহিলাদের জন্য LIC – র নতুন জীবন বীমা

এদিকে, বিল্ডিংটির মাঝখান থেকে বসে যাওয়ায় আশপাশের লোকজনও আতঙ্কিত। বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বালি পুরসভার ইঞ্জিনিয়াররাও ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন। আশঙ্কা করা হচ্ছে, যদি ভবনটি ধসে পড়ে, তবে তা বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। কারণ আশপাশে বেশ কয়েকটি বাড়ি ও জনবহুল রাস্তা রয়েছে।

[আরও পড়ুন]: Credit Card: ক্রেডিট কার্ডে আর পাবেন না এই সুবিধা, কিছু কেনার আগে জেনে রাখুন

এক বাসিন্দা জানিয়েছেন, কয়েক মাস আগে ফ্ল্যাটটিতে এসেছিলেন, কিন্তু এখনকার পরিস্থিতিতে তিনি ভীত। তিনি বলেন, “আজই সব নিয়ে বেরিয়ে যাব।” আরেকজন বাসিন্দা ফ্ল্যাট থেকে জিনিসপত্র সরানোর সময় বলেন, “নির্মাতাদের কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমাদের যাওয়ার জায়গা নেই। অনেক কষ্টে এই ফ্ল্যাট কিনেছি।”

________

এই মুহূর্তে

আরও পড়ুন